খেলা

ক্লেটনকে বিদায় জানাল ইস্টবেঙ্গল

East Bengal bid farewell to Clayton

Truth Of Bengal: অবশেষ ক্লেটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বুধবার বিকেলে সরকারিভাবে বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হল লাল-হলুদের পক্ষ থেকে। গত দিন দুয়েক আগে চেন্নাইয়িনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই কোচ অস্কার ব্রুজোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এমনকি অনুশীলন ম্যাচ থেকে বেড়িয়েও গিয়েছিলেন তিনি।

তারপর মঙ্গলবার বার পুজোর দিন সকালে নিজেদের ঘরের মাঠে অনুশীলনের সময়ই ফের বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ক্লেটন ও অস্কার। সেই সময় দলীয় খেলোয়াড়দের সহযোগিতায় বিতর্ক মিটলেও তার রেশ থেকেই গিয়েছিল। সেই প্রসঙ্গে অনুশীলন শেষে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, ‘এইরকম ঘটনা নতুন কিছু নয়। এটা সুপার কাপের আগে ইতিবাচক দিক-ও হতে পারে। তবে দেখতে হবে যাতে সেটা বিশৃঙ্খলায় পরিণত না হয়।’

এই ঘটনার পর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রথমে ক্লেটনকে বুধবারের অনুশীলনে আসতে নিষেধ করা হয়েছিল। এবং বিকেলেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। এর ফলে বোঝাই যাচ্ছে, শৃঙ্খলার বিষয়ে কোনওরকম আপোষ করতে নারাজ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।’

প্রসঙ্গত, অস্কার লাল-হলুদ কোচের দায়িত্বে আসার পর থেকেই প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। তার পর থেকেই ক্রমশ দূরত্ব বাড়তে থাকে ক্লেটন ও অস্কারের মধ্যে। এমনকি ক্লেটনকে মুখে কিছু না বললেও তা আকার-ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছিলেন স্প্যানিশ কোচ। যা মেনে নিতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলার। অবশেষে এই ঘটনার ইতি টেনে সুপার কাপের আগেই কোচের পাশে দাঁড়িয়ে ক্লেটনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল লাল-হলুদ।

Related Articles