খেলা

Shubman Gill: “কোন সমস্যা নেই বলে” গিলদের অভিযোগের ভিত্তিতে যুক্তি দিলেন ডিউক কর্তা

এবার এই ব্যাপারে নিজের অবস্থান জানালেন ডিউক বলের নির্মাতা দিলীপ জাজোদিয়া।

Truth of Bengal:  চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ডিউক বল নিয়ে বিতর্ক চলেই যাচ্ছে। বলের আকার পাল্টানো নিয়ে টিম ইন্ডিয়ার নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে মহাম্মদ সিরাজ, সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি দলের সহ-অধিনায়ক, তথা তারকা উইকেটরক্ষক ব্যাটার, ঋষভ পান্থ সাংবাদিক সম্মেলন করে এই ব্যাপারে নালিশ করেছিলেন। এক কথায় বলতে গেলে, দলের ক্রিকেটাররা মোটেই সন্তুষ্ট নেন এই বল নিয়ে।( Shubman Gill)

[আরও পড়ুনঃ Cheetah Death: শিকার করতে গিয়ে গুরুতর জখম, মৃত্যু আট বছরের চিতা ‘নভা’র]

এবার এই ব্যাপারে নিজের অবস্থান জানালেন ডিউক বলের নির্মাতা দিলীপ জাজোদিয়া। শুভমান গিলদের তোলা অভিযোগের তিনি পাল্টা দেন। তাঁর বক্তব্য, এই বলে খেলেই ভারত বার্মিংহাম টেস্ট জিতেছে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে এই বলেই অধিনায়ক শুভমান গিল ব্যাট করে শতরান পেয়েছেন এবং মহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপের মতো তরুণ পেসাররাও এক ইনিংসে ৬টি করে উইকেট পেয়েছেন।( Shubman Gill)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দিলীপ জাজোদিয়া বলেন, “৮০ ওভার ধরে বল টিকছে এটাই অনেক। পূর্ণ সম্মানের সঙ্গে বলছি ভারত গত টেস্ট জিতেছে। অধিনায়ক শুভমান গিল দুটি ইনিংসেই শতরান পেয়েছেন। তাদের দুটি বোলার ৬টি করে উইকেট পেয়েছেন। কোন সমস্যা নেই আমাদের বলে। আমরা সব মাপকাঠি মেনেই বল তৈরি করি। আবহাওয়া ও ব্যাটারদের ব্যাটের ওজন নিয়ে আমাদের কিছু করার নেই।”( Shubman Gill)

Related Articles