
The Truth Of Bengal : বিশ্বকাপের ম্যাচ গুলোতে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় দল । সেমিফাইনালেও দুরন্ত গতি ছিল । তবে ফাইনালে আর পারেনি টিম ইন্ডিয়া । তাতে মন ভেঙেছে ১৪০ কোটি দেশবাসীর । এবারের ক্রিকেট বিশ্বকাপ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টানা ১০ ম্যাচ জিতেও থেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা জিততে পারলেই তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারত টিম ইন্ডিয়া।
কিন্তু কেন হলো না জয় ? বোর্ড কর্তারা জানতে চেয়েছিল রাহুল দ্রাবিড়ের কাছে । তিনি যা উত্তর দিয়েছিলেন তাতে সরগরম হয়েছিল গোটা দেশ । তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী স্টেভিয়ামের পিচ ভালো নয় । তাই এই হার হয় । জানা গেছে , জয় শা , রাজীব শুক্লারা মিটিং ডেকেছিল তখনই রাহুল এ মন্তব্য করেছিল । এবার হারের পর রাহুল দ্রাবিড়ের ও মন ভেঙে যায় ।
২০২৩ বিশ্বকাপ ফাইনাল পর্যন্তই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের।১২ বছর পর আবারও টিম ইন্ডিয়ার কাছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, এবারও ট্রফি খরা অব্যাহত রইল। তবে এখন দোষারোপ পাল্টা দোষারোপ নয় ; এখন বোর্ড কর্তারা সেই রাহুলকে ই চাইছেন কোচের পদে । সেকারণে তার সাথে যোগাযোগ ও করা হয়েছিল । আগামী বিশ্বকাপ ২০২৭ সালে।
FREE ACCESS