খেলা

ট্রাভিস হেডের ওপর অতিরিক্ত নির্ভরতাই ডোবাল কামিন্সদের: মাইকেল ক্লার্ক

Doval Cummins' over-reliance on Travis Head: Michael Clarke

Truth Of Bengal: বৃহস্পতিবার ওয়াংখেড়েতে আইপিএল-র ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে চার উইকেটে পরাজিত হয় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। হার্দিক-রোহিতদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে সেইভাবে রান পেলেন না অজি ব্যাটার ট্রাভিস হেড। যার ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই কামিন্সদের হারের পিছনে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার প্রতি অতিরিক্ত নির্ভরতাকেই কাঠগড়ায় তুলছেন। এবার সেই পথে হাঁটলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল ক্লার্ক-ও।

এই প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল ক্লার্ক বলেন, ‘এবারের আইপিএল-এ প্যাট কামিন্সের দল সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং-এ অতিরিক্ত দুজনের নির্ভরশীল হয়ে পড়েছে। যা একেবারেই উচিত নয়। তাঁদের দুই ওপেনার অভিষেক ও হেড যখনই ব্যর্থ হচ্ছেন, তখন মিডল অর্ডারের ব্যাটাররা কোথায়? তাঁরা কেন পারফরম্যান্স করতে পারছেন না। তাঁদের অফ ফর্মই কিন্তু ডুবিয়ে দিচ্ছে কামিন্সদের। যা বর্তমান ক্রিকেটে একেবারেই অচল। ফলে যা হওয়ার তাই হচ্ছে।’

ক্লার্ক আরও বলেন, ‘একটা প্রধান বিষয় হল, আপনি কখনও আশা করতে পারেন না যে প্রতিটি ম্যাচেই আপনার দলের দুজন ওপেনার রান করবেন। কিন্তু গতবছর তাঁরা তাই করেছিলেন। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দুঃখের বিষয় এটাই যে যখন হায়দরাবাদের দুই ওপেনার রান পাচ্ছে না সেইভাবে, তখন মিডল অর্ডারের ব্যাটাররা কেন সেই সুযোগকে কাজে লাগাতে পারছেন না। এটাই সুযোগ ছিল তাঁদের সামনে নিজেদেরকে প্রমাণ করার। কিন্তু দুঃখের বিষয় হল সেই সুযোগও তাঁরা হাতছাড়া করছেন। আমি কামিন্সদের বলব, দলের স্বার্থে এবার ব্যাটিংয়ের এই বিভাগটিতে নিজেদের উন্নতির জন্য।’

Related Articles