খেলা

লরিয়াস পুরস্কার জিতলেন জোকোভিচ

Djokovic won the Laureus award

The Truth Of Bengal :  টেনিস কেরিয়ারে ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জোকোভিচ এ বছর এখনো জয়ের মুখ দেখতে পারেননি , কিন্তু তবুও গত বছর তিনি কোর্টে  যে দাপট দেখিয়েছেন তাতে বর্ষসেরা লরিয়াস পুরস্কার উঠল তার হাতেই । গত মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন , ফরাসি ওপেন , যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক । কোর্টে যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছেন তাতে এবার তিনি সেই সাফল্যের পুরস্কার পেলেন।

পঞ্চম বারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস  অ্যাওয়ার্ড পেলেন তিনি। এর আগে ২০১২,  ২০১৫ , ২০১৬ এবং ২০১৯ সালে এই পুরস্কার পান তিনি এবার ২০২৪ এ ও লরিয়াস  অ্যাওয়ার্ড তার দখলেই। এই পুরস্কার পেয়ে সামনের প্রতিযোগিতা নিয়ে তিনি বললেন সামনে রয়েছে প্যারিস অলিম্পিক্স সেখানে সোনা জেতার জন্য চেষ্টা করবেন সার্বিয়ান এই তারকা।  স্পেনের  এই অনুষ্ঠানে মেয়ে ক্রীড়াবিদদের মধ্যে  পুরস্কার পেলেন স্পেনের আইতানা  বোনমাতি ।

৩৬ বছরের  সার্বিয়ান তারকা জোকোভিচ  অলিম্পিক্সে নিজের সেরাটা দিয়ে তিনি খেলবেন কারণ প্যারিসের পরে আর অলিম্পিক্স খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয় তার কাছে । যদিও ২০২৮ এর লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্সে খেলতে চান এই তারকা।  তবে কেরিয়ারের এই পর্যায়ে এসে কি হবে তা এখনই তিনি বলতে পারছেন না।

 

 

Related Articles