মহিলা আইপিএল-এ বড় প্যাকেজ পেলেন ডিয়েন্দ্রা ও সিমরান
Diandra and Simran get big packages in Women's IPL

Truth of Bengal: আগামী ২০২৫-র মহিলা আইপিএল-র নিলাম অনুষ্ঠিত হল রবিবার। এই নিলামে এবার বড় প্যাকেজ পেলেন ক্যারিবিয়ান মহিলা অলরাউন্ডার দিয়ান্দ্রা ডটিন এবং মুম্বই ব্যাটসম্যান সিমরান শেখ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেটার জি কামালিনি।
ক্যারিবিয়ান ক্রিকেটার দিয়েন্দ্রাকে দলে নেওয়ার জন্য প্রচণ্ড লড়াই হয়েছিল গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্সের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত আদানি ফ্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টস তাঁকে ১.৭ কোটি টাকা দিয়ে দলে টেনে নেয়।
অন্য দিকে ১.৯ কোটি টাকায় সিমরানকে দলে গুজরাট জায়ান্টস। সিমরান এর আগে ২০২৩ সালে ইউপি ওয়ারিয়ার্স দলে ছিলেন। এবং মুম্বইয়ের সিনিয়র মহিলা টি-টোয়েন্টি দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। এবং জাতীয় দলের জার্সি গায়ে ই-টিমের হয়ে চ্যালেঞ্জার ট্রফিতেও খেলেছেন।
আর এক ভারতীয় ক্রিকেটার জি কামালিনিকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কামালিনি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৪৪ রান করেছিলেন। কামালিনির পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে উত্তরাখণ্ডের অলরাউন্ডার প্রেমা রাওয়াতকে।
এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কোন কোন খেলোয়াড়কে কত দামে কত দল নিল
সিমরান শেখ- ১.৯ কোটি- গুজরাট জায়ান্টস
দিয়ান্দ্রা ডোটিন- ১.৭ কোটি- গুজরাট জায়ান্টস
জি কামালিনি- ১.৬ কোটি- মুম্বই ইন্ডিয়ান্স
প্রেমা রাওয়াত- ১.২ কোটি- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এন চারিনি- ৫৫ লক্ষ- দিল্লি ক্যাপিটালস
নাদিনে দা খেলার্ক- ৩০ লক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স
দানিয়েল গিবসন- ৩০ লক্ষ- গুজরাট জায়ান্টস
আলনা কিং- ৩০ লক্ষ- ইউপি ওয়ারিয়র্স
অক্সিতা মহেশ্বরী- ২০ লক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স
নন্দীনী কাশ্যপ- ১০ লক্ষ- দিল্লি ক্যাপিটালস
অরুশি গোয়েস- ১০ লক্ষ- ইউপি ওয়ারিয়ার্স
ক্রান্তি গাউড- ১০ লক্ষ- ইউপি ওয়ারিয়ার্স
সংস্কৃতি গুপ্তা- ১০ লক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স
জোসিথা ভিজে- ১০ লক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
সারা ব্রাইস- ১০ লক্ষ- দিল্লি ক্যাপিটালস
রাঘভি বিস্ট- ১০ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
নিকি প্রসাদ- ১০ লক্ষ- দিল্লি ক্যাপিটালস
প্রকাশহিকা নায়েক—১০ লক্ষ- গুজরাট জায়ান্টস