খেলা

বেনফিকাকে ‘আলবিদা’ জানালেন ডি মারিয়া, পরবর্তী গন্তব্য নিয়ে রাখলেন ধোঁয়াশা

Di Maria bid farewell to Benfica, leaving the next destination shrouded in uncertainty.

Truth of Bengal: আর তাঁকে বেনফিকার জার্সি গায়ে দেখা যাবে না। এই মরসুম শেষ হতেই বেনফিকাকে বিদায় জানানোর ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেনফিকা ছাড়ার বার্তা দিয়েছেন তিনি।

বিদায় বার্তায় ডি মারিয়া লেখেন, ‘বেনফিকার জার্সি গায়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচে এটাই ছিল আমার শেষ ম্যাচ। ফুটবলার হিসেবে আমি গর্ববোধ করি এই ক্লাবের জার্সি গায়ে খেলতে পারার জন্য। এখনও আমার একটি ফাইনাল ম্যাচ (পর্তুগিজ কাপ) বাকি আছে। আগামী রবিবার সেই ম্যাচটি খেলতে নামব। আপনারা আমাদের আশীর্বাদ করুন।’

উল্লেখ্য, ২০০৭ সালে ইতালিয় ক্লাব বেনফিকার হয়ে ইউরোপে যাত্রা শুরু করেছিলেন ডি মারিয়া। প্রথমবার তিন মরসুম সেখানে কাটিয়ে আর্জেন্টাইন তারকা পাড়ি দেন রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং পিএসজি ঘুরে আবার ২০২৩ সালে ফিরে আসেন বেনফিকাতে।

গত মরসুমে তাঁর চুক্তি শেষ হওয়ার পর ফের ডি মারিয়ার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেন বেনফিকা কর্তৃপক্ষ। যার মেয়াদ ছিল চলতি বছরের জুন মাস পর্যন্ত। এরপর ফ্রি ফুটবলার হয়ে যাবেন আর্জেন্টিনাইন ফুটবলার। তবে বেনফিকার অধ্যায় শেষ করে নতুন কোন ক্লাবের জার্সি তিন গায়ে তুলবেন তা এখনও স্পষ্ট করেননি মেসির সতীর্থ।