
The Truth of Bengal: খেলার মাঠ থেকে ব্যক্তিগত জীবনে ধোনি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন । সেই ধোনি কি এবার সবাইকে কাঁদাবেন একসঙ্গে ! ঘোষণা করবেন আইপিএল থেকে অবসরের ? ২০২৪ এ আইপিএলে লিগ পর্ব থেকে বাদ পড়েছে ধোনির টিম । এবার তিনি কি করবেন এ প্রশ্ন যখন গোটা দেশের ধোনি সমর্থকদের মধ্যে তখন উত্তর দিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন । সিএসকে টিভি তার ইন্টারভিউ এর ব্যবস্থা করে । সেখানেই তিনি জানান ধোনি যেটা করবে সেটা উপযুক্ত সময়ে নিজেই ঘোষণা করবে বলে জানান কাশী বিশ্বনাথন।
View this post on Instagram
তিনি জানেন না। আর তারপরেই জল্পনা শুরু হয়ে যায় আরো একবার আইপিএল ট্রফি ধোনি টিমকে উপহার দেবেন । তার পরেই নেবেন অবসর । ধোনি হয়তো সামনের মরসুমেও খেলতে পারেন। তার নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিং তবে এবার ধোনি রুতুরাজ গায়কোয়াড়ের উপর সব দায় ভার সব তুলে দিয়েছিলেন।২০০৮ থেকে মাহির এই সম্পর্ক চেন্নাইয়ের সঙ্গে। ধোনিকে নিয়ে আগাম কিছু বলা খুব মুশকিল বলে জানিয়েছেন বিশ্বনাথন । তার এই মন্তব্য থেকে একেবারে স্পষ্ট হয় যে চলতি বছরের আইপিএলের সময় যে রটেছিল ধোনি আর খেলবে না। এটাই ধোনির শেষ ম্যাচ।সেই বিষয়ে কোথাও ভাটা পড়ল বলেই মত বিশেষজ্ঞদের।