
The Truth Of Bengal : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনি কে নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগীদের। আইপিএল যত এগিয়ে আসছে ধোনির প্রতি সাধারণের আগ্রহ যেন ততই বাড়ছে । ঘোড়ার দলকে কখনো খাওয়াচ্ছেন আবার কখনো প্রকৃতির কোলে মিশে যাচ্ছে নানারকম ছবি সামনে উঠে আসছে এবং দর্শকেরাও তারিয়ে তারিয়ে তা উপভোগ করছেন। আর এবার বন্ধুর জন্মদিনে দেখা গেল ধোনিকে। কেক খাওয়াচ্ছেন সঙ্গে কেক মাখাচ্ছেন ও। বয়সটা ৪২ এর কোঠায় থাকলেও ফিটনেস একটুও কমেনি । এমনটাই মন্তব্য করেন কেউ কেউ। ফুল স্লিপ টিশার্ট দেখা গিয়েছে ধোনিকে সেখানে আবার ভারতের জাতীয় পতাকার ছবি রয়েছে ।
ভারতীয় ক্রিকেটে ধনীর জনপ্রিয়তা বেশ রয়েছে। মাঠে নামলে আজও তার নামে চিৎকার হয়। ধোনী গতবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছে। সামনের বছর অর্থাৎ ২০২৪ এর আইপিএল এর ধোনি চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে চান। মাঝে চোট লাগলেও এখন তিনি সুস্থ আছেন। কিছুদিন আগে রাচির খামারবাড়িতে একেবারে ভিন্ন মেজাজে দেখা গিয়েছিল মাহিকে আর সেই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল ও হয়েছে। এদিকে চেন্নাই সুপার কিংসের অন্দরে চলছে দলটাকে আরো মজবুত করার ভাবনা। সঙ্গে পরিবর্ত কে হতে পারে তা নিয়েও সম্ভাব্য অংক কষা চলছে।
দলের অধিনায়ককে দেখে চমকে যেতে পারেন চেন্নাই ভক্তরা, এমনটাই অনুমান। যদিও সিএসকে থেকে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি । ২০২৪ এর আইপিএল কে মাথায় রেখে ধনী চোট আঘাত থেকে দ্রুততার সাথে সেরে ওঠার চেষ্টা করেছেন। এই মুহূর্তে তার যে লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম ২০২৪ এ দলকে আইপিএলে জেতানো। তবে ধনীকে মাঝে মাঝে এরকম মেজাজে দেখতে পাওয়াই খুশি সমর্থকরা। কখনো বন্ধুর জন্মদিনে কখনো রাঁচির খামারবাড়িতে তাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।
FREE ACCESS






