
Truth Of Bengal: মূল দলে ফিরতে মরিয়া লোকেশ রাহুল নজর দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। সেপ্টেম্বরের ৫ তারিখে দলীপ ট্রফিতে খেলতে চলেছেন, কারণ তার পর রয়েছে বাংলাদেশ সফর। সেখানে জাতীয় দলের জার্সি পরে নামতে চাইছেন লোকেশ রাহুল। ২০২৪ এর আইপিএলের পর মাত্র দুটো দু’টি ম্যাচ খেলেছেন রাহুল।
মূল দলে ফেরার জন্য প্রাকটিস করছেন জোড় কদমে। সোশ্যাল মিডিয়াতেও একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল। সেখানে তাঁকে অনুশীলনরত অবস্থায় দেখা যাচ্ছে। এক সময় ভারতের হয়ে তিনটি দলে নিয়মিত খেলতেন রাহুল, কিন্তু চোটের কারণে বাদ পড়তে হয় তাকে। পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কে এল রাহুল। শ্রীলঙ্কা সফরের শেষ একদিনের ম্যাচের সময় বাদ পড়েছিলেন তিনি।
সেকারণে বাংলাদেশ সফরে তার সুযোগ পাওয়াটা বেশ চাপের হবে বলেই মনে করা হচ্ছে। তাই রাহুল স্ব মেজাজে ফিরতে চাইছেন। সেকারণেই ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা। বাংলাদেশের বিরুদ্ধে দলে জায়গা পেতে হলে আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সেটাই করার চেষ্টায় কে এল রাহুল।
সামনের মাসের ৫ তারিখ থেকে শুরু হ্ওয়া দলীপ ট্রফিতে ‘যোগ্য’ হয়ে উঠতে চাইছেন। রাহুল ছাড়াও এই দলীপ ট্রফিতে দলে রয়েছেন ধ্রুব জুরেল এবং কুমার কুশাগ্র।