খেলা

কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় টেনিস সংস্থা

Davis Cup

The Truth of Bengal: ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলা মানেই বাড়তি উন্মাদনা দর্শকদের মধ্যে । ওডিআই বিশ্বকাপে ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন তামাম দেশবাসী। যদিও সে স্বপ্ন পূরণ হয়নি। সেই সঙ্গে ভারতের দীর্ঘদিন পাকিস্তানের খেলতে যায়নি। রাজনৈতিকভাবে পাকিস্তানী পরিস্থিতি সবসময় উত্তপ্ত থাকে সেই কারণেই ভারত পাকিস্তানের খেলতে যেতে চায়না।

এবার ২০২৪ এ পাকিস্তান টেনিস এ ডেভিস কাপের আয়োজক। এবং পাকিস্তানে গিয়েই খেলতে হবে ভারতকে। যদিও ভারত সরকারের তরফে দেশের টেনিস সংস্থাকে এখনো যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি। সেই ছাড়পত্র আদৌ পাবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ আমাকে ভারত-পাকিস্তানের যে রাজনৈতিক সম্পর্ক তা ক্ষেত্রে চলে এলে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে।

পাকিস্তানি ভারতীয় টেনিস টিম খেলতে যাবে কিনা তা নিয়ে অব্যাহত এখনো রয়েছে। সেই  জট কবে কাটবে তা জানা যায়নি। ইটেন ইস টিম এর কাছে তাতে আর একমাস সময় রয়েছে তার মাঝে সবকিছু সমাধান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের কোটে খেলার আগে একবার প্র্যাকটিসের সময় পাবে কিনা ভারতীয় টিম পাকিস্তানি কে স্থানীয় রয়েছে বেশ ধোঁয়াশা। এখন দেখা র ভারত সরকারের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয় কিনা।

Related Articles