ব্রাজিলের দায়িত্ব পেয়ে খুশি দরিভাল, দীর্ঘ টালবাহানার অবসান…
Darival is happy to get the responsibility of Brazil, the end of a long struggle

The Truth Of Bengal: ১৩ মাস ধরে ব্রাজিলের জাতীয় দলের কোচ নিয়ে টালবাহানা চলছে। দীর্ঘ কয়েক মাস ধরে ব্রাজিল অস্থায়ী কোচ নিয়েই চালাচ্ছে। সে জায়গায় স্থায়ী কোচ এলেন। দরিভাল যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। তার পরেই জানিয়েছেন খুশি তিনি। এই সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন দীর্ঘ সময়।
নতুন বছরের শুরুতে শুভ কাজ শুভ চিন্তা সুখবর অপেক্ষায় থাকে সকলে। এক্ষেত্রে ভালো-মন্দ দুটো মিশিয়ে রয়েছে। নতুন বছরের শুরুতে ব্রাজিলের কোচ ছাঁটাই এবং নতুন কোচের দলে আসা এই দুই খবর দর্শকদের কে যেমন নিরাশ করেছে তেমনি আশার আলোও দেখিয়েছে। ব্রাজিলের জাতীয় টিমে যোগ দেওয়ার পর খেলোয়াড় দরিভাল মুখ খুললেন। বললেন ,এই ডাক উপেক্ষা করা অসম্ভব। একটা সুন্দর গল্পের শুরু হতে চলেছে বলেই জানিয়েছেন তিনি। দরিভাল থাকছেন ২০২৬ পর্যন্ত দলে। সিবিএফ এর তরফেও তার রাজি হওয়ার বিষয় এক্সে জানানো হয়েছে ।
ফের্নান্দো দিনিজ কে ছাঁটাই করা হয়েছে দল থেকে। দরিভাল জুনিয়র কে করা হয়েছে কোচ । প্রায় ১৩ মাস অস্থায়ী কোচ দিয়েই ব্রাজিল জাতীয় ফুটবল দল কাজ চালানোর পর এবার স্থায়ী কোচ আনা হয়েছে । কোচ বাছাইয়ের জন্য নানা ভাবনা চিন্তা করে সাল পাওলোর দরিভালকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি সাল পাওলোতে ইস্তফা দিয়েছেন।সেই সঙ্গে সোশ্যাল সাইটে বলেছেন এই সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন দীর্ঘসময়।গত বছরের মাঝামাঝি সময় দলে আনা হয়েছিল দিনিজকে। ৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত তার ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও, তিনি জাতীয় দলে যোগ দিলেন।
Free Access