খেলা

অ্যাডিলেডে পিচ কি রকম হতে পারে, জানালেন কিউরেটর

Curator reveals what the pitch in Adelaide could be like

Truth Of Bengal: আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড শুরু হবে পিঙ্ক বলের দিবারাত্র টেস্ট। তার আগে এই টেস্টের পিচ কি রকম হতে পারে, তা নিয়েই জোড় আলোচনা চলছিল ক্রিকেট মহলে।

এবার অ্যাডিলেড টেস্টের পিচ কি রকম হতে পারে, তা নিয়ে মুখ খুললেন পিচ কিউরেটর ডেমিয়ান হাউ। তিনি বলেন, অ্যাডিলেড-ও ৬ মিমি পিচে ঘাস থাকবে। এবং এই ঘাস থাকার ফলে ব্যাটসম্যানরা যে সুবিধা পাবেন সে কথাও জানাতে ভুললেন না হগ।

তিনি আরও বলেন, অ্যাডিলেডে আলোর নীচে ব্যাট করা সত্যিই খুব কঠিন। আমরা এমন একটা পিচ তৈর করার চেষ্টা করছি, যেখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ভাল প্রতিযোগিতা লক্ষ্য করা যাবে। পিচ কিউরেটর আরও বলেন, চারপাশে বল ঘোড়ার সঙ্গে পিচের কোনও সম্পর্ক নেই। সঠিক আবহাওয়ায় ও পরিস্থিতিতে বল তার নিজের মত আচরণ করবে বলেও জানান পিচ কিউরেটর।

প্রসঙ্গত, এই অ্যাডিলেড টেস্টেই ভারতকে ৩৬ রানে বান্ডিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া। যা ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। অবশ্য সিরিজ জয় অধরাই থেকে গিয়েছিল অজিদের কাছে।

চলতি বছররে বর্ডার-গাভাসকর পাঁচ টেস্টের সিরিজের অন্যতম মূল আর্কষণই হচ্ছে এই অ্যাডিলেডে দিবা-রাত্র টেস্ট। এবং বিশেষ করে পিচের আচরণ কেমন হবে তা নিয়েই এতদিন চলছিল দীর্ঘ আলোচনা আর জল্পনা। কেননা, পারথ টেস্টে ভারতের কাছে দুরমুশ হওয়া অস্ট্রেলিয়া যে এই ম্যাচে সিরিজে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করবে তা আর বলার অপেক্ষা রাখে না। কাজেই পিচ এই ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টরের ভূমিকা পালন করবে এটাই স্বাভাবিক।

এদিকে অস্ট্রেলিয়াতে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। অস্ট্রেলিয়ার আবহাওয়া সূত্রে খবর, বৃষ্টির ভ্রূকুটি রয়েছে অ্যাডিলেডেও। শুক্রবার থেকে বজ্র-বিদ্যুৎ শুরু হতে পারে বৃষ্টি। যা চলার সম্ভাবনা রয়েছে শনিবারও। এখন দেখা যাক শেষ পর্যন্ত আবহাওয়া কি রকম থাকে। তবে পিচ কিউরেটর মনে করছেন, অ্যাডিলেডে পিচের থেকেও বোলাররা বেশি সুবিধা আদায় করতে পারবেন আবহাওয়া কারণে।

Related Articles