খেলা

কোপা ফাইনাল: চোট পেয়ে উঠে গিয়ে কান্না মেসির

Copa Final: Messi cries after getting injured

The Truth Of Bengal: রিজার্ভ বেঞ্চে বসে কাঁদছেন মেসি। দুই হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে চলেছেন। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চোট পেয়ে ৬৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। তারপর সাইড লাইনে বসে কাঁদতে থাকেন। জীবনের শেষ কপা ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলেন মেসি। চোট পাওয়ায় তা আর হয়নি। উঠে গিয়ে শিশুদের মতো কাঁদতে থাকেন।

বিরতি পর্যন্ত খেলা গোলশূন্য থাকে। আক্রমণ এবং প্রতি আক্রমণ চলে গোটা খেলায়। দুই দল হাড্ডাহাড্ডি খেলতে থাকায় প্রথমার্ধে গোল হয়নি। তবে আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করে বেশি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কলম্বিয়ার ফুটবলাররা।

৯১ মিনিটে আর্জেন্টিনার ডি মারিয়া সুযোগ নষ্ট করেন। বিপক্ষ গোলকিপারের ভুলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ফাঁকা গোল পেলেও তা কাজে লাগাতে পারেননি।

Related Articles