ফোর্থ বয়ের সঙ্গে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী মেরিনার্স
Confident Mariners ahead of clash with Fourth Boy

Truth Of Bengal: শুক্রবার আইএসএলে লড়াই ফার্স্ট বয়ের সঙ্গে ফোর্থ বয়ের। মোহনবাগানের লক্ষ্য নিজেদের শীর্ষস্থান আরও সুদৃঢ় করা, যেখানে এফসি গোয়র টার্গেট ম্যাচ জিতে লিগ টেবিলের ওপরে ওঠা।
ফাতোরদা স্টেডিয়ামে এই ম্যাচে নামার আগে গোয়ার হেডস্যার মানোলো মার্কেজ ভালভাবেই জানেন, আইএসএলের শীর্ষস্থানের কাছাকাছি পৌঁছনোর জন্য তাঁর দলকে মোহনবাগানকে হারাতেই হবে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গোয়া। যেখানে শীর্ষে থাকা মেরিনার্সের ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। বাগানকে হারাতে পারলে ওড়িশাকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে গোয়া। কিন্তু একটি পরাজয় তাদের জন্য আইএসএল শিল্ডের স্বপ্ন দেখাকে একটি কঠিন কাজ করে তুলতে পারে।
পিছিয়ে থেকেও কেরালা ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারিয়ে গোয়ায় এসেছে মেরিনার্স। আত্মবিশ্বাস তুঙ্গে তাঁদের। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বাগান কোচ মোলিনার মুখে গোয়ার প্রশংসা শোনা গেলেও আত্মবিশ্বাস ধরা পড়েছে। আত্মবিশ্বাসী লিস্টন কোলাসোও। এবার তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। গোয়াকে হারাতে পারলে শীর্ষস্থান আরও মজবুত হবে গঙ্গাপাড়ের ক্লাবের। তবে এই ম্যাচেও মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে মিস করবে দল। হাঁটুর সমস্যায় এখনও ভুগছেন তিনি।
এখন পর্যন্ত আইএসএলে আটবার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানেও পাল্লাভারী মোহনবাগানের। পাঁচবার জিতেছে তারা, হেরেছে দুইবার। একটি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে, আরমান্দো সাদিকুর কাছে এই ম্যাচ জবাব দেওয়ার। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য মেরিনার্সকে ভুল প্রমাণ করতে চাইবেন সাদিকু। সাদিকু চলতি গোয়ার সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন, ইতিমধ্যে আটটি গোল করেছেন তিনি। শারীরিক গঠনের পাশাপাশি তাঁর অফ-দ্য-বল রান চলতি মরসুমে ডিফেন্ডারদের বারবার বিব্রত করেছে। এ বিষয়ে বাগান ডিফেন্সকে সতর্ক থাকতে হবে। তবে গোষ্ঠ পাল সরণির ক্লাবের এবার বড় প্লাস পয়েন্ট গোল করার মরিয়া মনোভাব ও হার না মানা মানসিকতা। মরসুম খারাপ ভাবে শুরু করার পরও লিগ শীর্ষে মোলিনার ছাত্ররা। পাশাপাশি লিস্টন ও মনবীরের দৌড় এবার সমস্যায় ফেলছে বিপক্ষ ডিফন্সকে। লিস্টনও গোলের মধ্যে রয়েছেন। জেমি ম্যাকলারেন তাঁর প্রথম আইএসএলে এখন পর্যন্ত চারটি গোল করলেও অ্যাওয়ে ম্যাচে গোল পাননি।
কিন্তু সুযোগ পেয়েই কাজে লাগাচ্ছেন জেসন কামিন্স। পাশাপাশি মোহনবাগান ডিফেন্সও এখন অনেক সংঘবদ্ধ। গতবারের ফর্মে না থাকলেও বাগানের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস চলতি আইএসএলে এখন পর্যন্ত ৩০টি সুযোগ তৈরি করেছেন, যা লিগে যেকোনও খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি আইএসএল গোল্ডেন গ্লাভের দৌড়ে শীর্ষে আছেন বিশাল কাইথ, ১১টি ম্যাচে তাঁর নামে ছয়টি ক্লিন শিট রয়েছে।