খেলা

আইপিএলকে অলিম্পিকের সঙ্গে তুলনা

Justin Langer

The Truth of Bengal: ২০০৮ সাল থেকে পথ চলা শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএলের। তার পর থেকে দিনে দিনে বেশ জনপ্রিয়তা বেড়েছে এই আইপিএল এর। আইপিএল মানে গোটা দেশের মানুষের কাছে আলাদা একটা উন্মাদনা। শুধু দর্শকদের কাছেই নয় খেলোয়াড়দের কাছেও এই কোটিপতি লিগ নিয়ে বেশ আগ্রহ দেখা যায়। সে বিষয়টাই  এবার প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার । ২০২৪ এর আইপিএল এর আগে পুরনো টিম ম্যানেজমেন্ট কে ঢেলে সাজিয়েছে লখন্উ।

এখানেই জাস্টিন ল্যাঙ্গার যোগ দিয়েছেন। তার যোগ দেওয়ার পর রীতিমতো সাড়া পড়ে গেছে আইপিএলেই  ।  এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আইপিএল অলিম্পিকের মতো। বিরাট ইভেন্ট প্রতিটা গেম বেশ আকর্ষণীয় ও দর্শনীয়। সকলেই আই পি এল কে বেশ সমর্থন করে। আইপিএল শুরু হলেই গোটা ভারত আইপিএল জ্বরে ভুগতে শুরু করে। আইপিএল কে নিয়ে তার এই মন্তব্য সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল। তার এই বক্তব্য লখন্উ সুপার জায়েন্টের তরফ থেকে এক্সে পোস্ট করা হয়েছে।

ভারতবাসী এ কথা অবশ্যই মানেন যে আইপিএলের সময় টুর্নামেন্ট চলাকালীন তাদের নামা খাওয়া কার্যত একাকার হয়ে যায় এই টুর্নামেন্টে বুদ হয়ে থাকেন দেশবাসী। দেশবাসীর অপেক্ষা কার্যত এইভাবে ব্যাখ্যা করলেন জাস্টিন। শুধু যে দেশের ক্রিকেটাররাই এই আইপিএলে অংশগ্রহণ করেন তা নয় বিদেশের বহু খেলোয়াড় এই আইপিএলের পারফর্ম করেন ফল তো এই বক্তব্য খেলোয়াড়দেরকেও বেশ উজ্জীবিত করল ২০১৪ বিশ্বকাপ আইপিএল এর আগে তা একেবারে স্পষ্ট।

Related Articles