
The Truth of Bengal: নতুন বছরের শুরুতে নানারকম খবর আসছে দর্শকদের কাছে। তার মধ্যে অন্যতম ব্রাজিলের কোচ ছাঁটাই। ফের্নান্দো দিনিজ কে ছাঁটাই করা হলো দল থেকে। ব্রাজিলিয়ান ফুটবলে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। ব্রাজিল ফুটবল কনফেডেশনের তরফ থেকে এই খবর অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। জানানো হয়েছে ফের্নান্দো কাজের জন্য এবং তার দলের সঙ্গে একাত্মতার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে।
তিনি দলকে যেভাবে পুনরুজ্জীবিত করেছেন তার জন্য তার কাছে কৃতজ্ঞ থাকার কথা জানানো হয়েছে। শেষ পর্যন্ত তাকে শুভকামনা জানানো হয়েছে। গতবছরের মাঝামাঝি সময় দলে আনা হয়েছিল তাকে। ম্যাচে দলকে যেভাবে পরিচালনা করেছিলেন তাতে সাফল্য এসেছিল। সবকিছুতে একটা পরিসমাপ্তি থাকে সেই পরিসমাপ্তি থেকে এবার দিনিজকে সরিয়ে দেওয়া হল ।
দিনিজ বেশ ভালোভাবেই দল পরিচালনা করলেও দলের মধ্যে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল যা বেশ কয়েক মাস ধরে চলছিল। আসলে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে রড্রিগেজকে ফিরিয়া আনা হয়েছে সে কারণে আদালতের নির্দেশ অনুসারে দিনিজকে ছাটাই করা হয়েছে। তবে দলের মধ্যে জল্পনা চলছে দিনিজ থাকলে দল নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারত।