খেলা

বিদেশে খেলতে গিয়ে নির্বাসিত ভারতীয় ক্রিকেটার

County Cricket 2023

The Truth of Bengal: কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচের জন্য নির্বাসিত ভারতীয় ক্রিকেটার তথা সাসেক্স দলের অধিনায়ক চেতেশ্বর পুজারা। সেই সঙ্গে ১২ পয়েন্ট কাটা গেল তাঁর দলের। যদিও তিনি নিজে কোনও অপরাধ করেননি। বরং তাঁর দলের দুই ক্রিকেটার টম হেইন্স ও জ্যাক কারসনের অভব্য আচরণের জন্য নির্বাসিত হতে হল পুজারাকে। এমনকী অভিযুক্ত দুই খেলোয়াড়ও খেলতে পারবেন না একটি ম্যাচ।

জানা যাচ্ছে, লেস্টারশায়ারের ব্যাটারকে আউট করার পর তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় হেইন্স। অন্যদিকে, ক্রিকেটার কারসন লেস্টাশায়ারের এক ব্যাটসম্যানকে রান নিতে বাধা দিয়েছিলেন। মূলত, দুটি ক্রিকেটারের আচরণে মাসুল দিতে হল গোটা টিম এবং অধিনায়ককে। ম্যাচ জেতার পরেও সাসেক্সের ক্রিকেটারেরা ঝামেলায় জড়ান বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে। এমনকী, আম্পায়ারেরা বিরক্ত গোটা সাসেক্স দলের আচরণ নিয়েও। যে ভাবে মাঠে তাঁরা ব্যবহার করছিলেন, সেই আচরণ সঠিক নয় বলে মনে করেন তাঁরা।

সাসেক্সের কোচ পল ফারব্রেস ডার্বিশায়ারের বিরুদ্ধে পুজারা সহ অভিযুক্ত দুই ক্রিকেটারকে বাদ দিয়েই দল নির্বাচন করবেন। প্রসঙ্গত, এই ম্যাচই কাউন্টিতে তাঁর শেষ ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচ খেলতে পারবেন না পুজারা। অন্যদিকে পয়েন্ট কাঁটা যাওয়ায় কাউন্টি জেতার পথে বড় বাধা হতে পারে সাসেক্সের জন্য।

Related Articles