
The Truth of Bengal: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ । দেশবাসীর একটা বক্তব্য কাপ আসুক ভারতে । তা তো সময়েই বোঝা যাবে , ফাইনাল জন্য দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে আবার একবার ফাইনালের টিকিট কনফার্ম করেছে অস্ট্রেলিয়া। ফলত ভারত অস্ট্রেলিয়া এবার হবে মুখোমুখি । রবিবার বিশ্বকাপের ফাইনাল, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে এই মেগা ম্যাচ। এ বারের বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।
তবে ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন হবে এক জাকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এককথায় বলা যায় চাঁদের হাট বসতে চলেছে। নরেন্দ্র মোদী থাকবেন। পাশাপাশি থাকবেন একাধিক সেলেব । সঙ্গে ম্যাচ শুরুর আগে ভারতীয় বায়ুসেনার তরফে থাকবে বিশেষ চমক। বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল ম্যাচের আগের দিন, ক্যাপ্টেন্স মিটের পর হবে ওপেনিং সেরিমনি। যদিও তা হয়নি।
বিশেষ অনুষ্ঠান ও হ্ওয়ার কথা ছিল যা হয়নি । তবে এবার বিশেষ অনুষ্ঠান হবে । এবারের বিশ্বকাপ ফাইনালে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে। জানা গিয়েছে হলিউড শিল্পী ডুয়া লিপা এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন। তার পারফরমেন্স যে বেশ নজর কাড়বে তা স্পষ্ট। যদিও এখনও অবধি ওডিআই বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Free Access