চ্যাম্পিয়ন্স লিগে জয় চেলসি, জুভেন্টাস, লেভারকুসেনের, হার ম্যান সিটি ও বার্সার
Truth Of Bengal: গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসি মুখোমুখি হয়েছিল বার্সেলোনার। স্ট্যামফোর্ড স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কাতালানদের একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন ব্লুজরা। ম্যাচের ফল ৩-০। মূলত এই ম্যাচে লড়াই ছিল বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামলের সঙ্গে চেলসির ব্রাজিলিয়ান তারকা এস্তেভাওয়ের। এবং মাঠের সেই লড়াইয়ে দলের জয় ছিনিয়ে নিয়ে নায়ক হয়ে উঠলেন এঞ্জো মার্সেকার দলের ‘মেসিনিও’।
ম্যাচের ২৭ মিনিটে প্রথম ব্লুজরা এগিয়ে যায় বার্সার ফুটবলার কুন্দের আত্মঘাতী গোলে। এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। বিরতি থেকে ফিরে এসেই ঝলক দেখালেন এস্তেভাও। ম্যাচের ৫৫ মিনিটে দুরন্ত গোল করে বুঝিয়ে দিলেন কেন তাঁকে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে তুলনা করা হয়। বার্সা তাদের তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৩ মিনিটে। লিয়াম দিলাপ বার্সার জয় নিশ্চিত করে দেন।
এই ম্যাচে চেলসি কোচ ভালই বুঝেছিলেন বার্সার যাবতীয় আক্রমণই গড়ে উঠবে লামিনে ইয়ামলকে কেন্দ্র করে। সেই কারণে ব্লুজদের কোচ এঞ্জে মার্সেকা তাঁর দলের রক্ষণভাগের ফুটবলার কুকুরেয়াকে দিয়ে ইয়ামলকে পুরো বোতলবন্দি করে ফেলেন। আর এখানেই যাবতীয় কারুকাজের পরিকল্পনা ভেস্তে যায় হ্যান্সি ফ্লিকের।
প্রসঙ্গত, বার্সার বিপক্ষে চেলসির হয়ে এস্তেভাও এই দুরন্ত গোল করার সময় যেভাবে কাতালান ডিফেন্ডার কুবারসিকেকে নাস্তানাবুদ করলেন, তা হয়ত বহুদিন তাড়া করে বেড়াবে বার্সা ডিফেন্ডারকে। এদিকে ম্যাচ শেষে দলের জয়ের পাশাপাশি, নিজের দুরন্ত গোল প্রসঙ্গে চেলসির ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ এমন একটি গোল করতে পেরে। আশাকরি আগামী দিনেও দলের হয়ে আরও এইরকম গোল করতে পারব।’
উল্লেখ্য, এই ম্যাচে গোলের সঙ্গে সঙ্গেই চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগে টিএনজার ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোল পেয়ে গেলেন এস্তেভাও। বার্সার বিপক্ষে গোলের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর ২৩৫ দিন। এর আগে ১৮ বছর ১৩৩ দিনে কিলিয়ান এমবাপে এবং ১৯ বছর ১০৭ দিনে গোল করেছিলেন আর্লিং হালান্ড।
চেলসির মত অপর ম্যাচে জয় পেয়েছে নাপোলিও। দিয়াগো আর্মান্দো মারাদোনা নামাঙ্কিত স্টেডিয়ামে নাপোলি ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে কুরাবাগ এফকে-কে। নাপোলির হয়ে স্কোরশিটে নাম তোলেন ম্যাকটোমিনি ও মার্কো জানকোভিচ। নাপোলির মত জয় পেয়েছে আর এক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও।
ইতালিয়ান ক্লাবটি ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে বডো গ্লিমটকে। ম্যাচের প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল বডো গ্লিমটই। তবে শেষ পর্যন্ত তারা তা ধরে রাখতে পারেনি। জুভেন্টাসের হয়ে গোল করেন ওপেন্ডা, ম্যাকিনে এবং জোনাথন ডেভিড।
এদিকে জয় পেয়েছে জার্মানির দুই ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও লেভারকুসেন। ডর্টমুন্ড ৪-০ গোলে পরাজিত করে ভিয়ারিয়ালকে। ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন সেরহু গুইরেসি। বাকি দুটি গোল করিম এদেমি ও ডানিয়েল সেভেনসন। অপর ম্যাচে লেভারকুসেন পরাজিত করে পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে আলেজান্দ্রো গ্রিমাল্ডো ও সাচিক।






