খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ডামাডল অব্যাহত পাকিস্তানে, পদত্যাগ আইসিসি-র সিইও-র

CC CEO resigns as chaos continues in Pakistan ahead of Champions Trophy

Truth Of Bengal : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই হাইভোল্টেজ টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানে ডামাডোল অব্যাহত। বিশেষ করে স্টেডিয়ামগুলির কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আইসিসি-র সিইও জিওফ আলারডাইস। তবে কি কারণে আইসিসি-র সিইও-র পদ থেকে আলারডাইসকে পদত্যাগ করতে হল তা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও স্টেডিয়ামগুলির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই তাঁকে সরে যেতে হল। কেননা এখনও পর্যন্ত যা খবর, করাচি, রাওয়াপিন্ডি স্টেডিয়ামের মাঠ এখনও ম্যাচের উপযোগী করে তোলা যায়নি। এবং আদৌ তা যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে সব মহলেই।

অন্য একটি মহলের মতে, গত বছর আমেরিকায় অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সময় প্রচুর বাড়তি খরচের মুখে পড়তে হয় আইসিসি-কে। ফলে আলারডাইসকে পদত্যাগ করতে হয়েছে।

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর হাইব্রিড মডেল মেনে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না বলে, রোহিতদের সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এমনকি ভারত যদি টুর্নামেন্টের ফাইনালেও ওঠে, সেই ম্যাচও মেন-ইন-ব্লুজরা দুবাইতে খেলবে।

এদিকে আইসিসি সিইও-র পদ থেকে সরে যাওয়ার পর জিওফ আলারডাইসের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান জয় শাহ। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আলারডাইসকে অশেষ ধন্যবাদ। আগামী দিনে তাঁর যাতে ভাল কাটে সেই জন্য শুভেচ্ছা জানাই।’

তবে আলারডাইসের পরবর্তী কে আইসিসির সিইও পদে বসবেন তা এখনও ঘোষণা করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Related Articles