খেলা

মোহনবাগানের মতো মজবুত দল গড়বেন কোচ কুয়াদ্রত

Carles Cuadrat

The Truth of Bengal: গত বছর আইএসএলে পারফরম্যান্স ভাল হয়নি ইস্টবেঙ্গলের । তা থেকে শিক্ষা নিয়েছে লাল হলুদ শিবির। এ  বছর দলের পুরো খোলনলচে বদলে দিয়েছে তারা। দলে এনেছেন নতুন কোচকেও। নতুন কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে কার্লেস কুয়েদ্রাতকে। সই করানো হয়েছে অনেক নতুন তারকা ফুটবলারদের। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর কার্লেস শনিবার প্রথমবার সাংবাদিক সম্মেলনে আসেন।ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বাস্তব তুলে ধরলেন।  ১৩২তম ডুরান্ড কাপে বাংলাদেশ পুলিশ দলের বিরুদ্ধে নামার আগে দল নিয়ে খোলামেলা আলোচনা করলেন তিনি। পরিষ্কার জানালেন ইস্টবেঙ্গলের এখন একটা কঠিন সময় রয়েছে, সেই সময়কে পার করতে হবে আগে তার পর ম্যইচ জয়ের স্বপ্ন দেখতে হবে। আগেই তিনি বড় স্বপ্ন দেখাবেন না। তবে তার দলকে হারানো যে কঠিন হবে তা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন তিনি।

এদিনের বৈঠকে তিনি ইস্টবেঙ্গলের এই কঠিন পরিস্থিতির তুলনা করতে তিনি বেঙ্গালুরু এফসি ও হায়দরাবাদ এফসির কথাও টেনে নিয়ে আনেন । বেঙ্গালুরু এফসিতে কোচিং করানোর সময়ও তিনি শূন্য থেকে শুরু করেছিলেন । যদিও পরে একটা চ্যআম্পইয়ন টিম তৈরি করেছিলেন ।  ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও এক ই পথে হাটবেন তিনি । এখন ডার্বি নিয়ে এখনই ভাববেননা তিনি ।  উল্লেখ্য , এবার  ডুরান্ড কাপে  মোহনবাগান মূলত জুনিয়র টিম খেলাচ্ছে। ১৩৩ বছরের পুরনো ক্লাব ১৩২ বছরের ডুরান্ডকে যেন গুরুত্ব্ই দিচ্ছে না । এতটাই মজবুত তাদের দল। মোহনবাগান ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে সিনিয়র দলের হাতে গোনা কয়েকজন প্লেয়ার এবং জুনিয়রদের নিয়েই বিশাল ব্যবধানে জিতেছে মোহনবাগান।

ইস্ট বেঙ্গল কে সে পর্যায়ে মে এখনো অনেক সময় লাগবে বলেই তিনি জানান ।আগামী মরসুমে ক্লেটন সিলভা, নাওরেম মহেশদের জন্যে কড়া বার্তা এখন থেকেই দিয়ে রেখেছেন কুয়াদ্রাত। বলেছেন, “আমার দলের প্রত্যেক ফুটবলারের নির্দিষ্ট একটা কাজ থাকবে। সেটা আমিই ওদের দেব। দলের প্রত্যেক ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনাই আমার কাজ। ওদের দক্ষতাকে কাজে লাগিয়ে সেরাটা বের করে আনতে হবে। আমি মনে করি, দলের সব ফুটবলারই একজন যোদ্ধা। মাঠে নেমে লড়াই করাই তাদের কাজ। এই দলকে ভারতীয় ফুটবলে সেরা করে তুলতে চাই।” যদিও আশাবাদী কোচ কুয়াদ্রত।

Related Articles