মুম্বই সিটি এফসি ছাড়তে চলেছেন অধিনায়ক রাহুল ভেকে
Captain Rahul Bheke is set to leave Mumbai City FC

The Truth of Bengal: অনেকদিন ধরেই জল্পনা ছিল রাহুল ভেকে মুম্বই সিটি এফসি ছাড়তে চলেছেন। অবশেষে মুম্বই সিটিএফসির তরফ থেকে নিশ্চিত করা হলো তাদের অধিনায়ক রাহুল ভেকে এই মরশুমেই দল ছাড়ছেন।
রাহুল ভেকে মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছেন। ২০২১ সালে মুম্বাই সিটি এফসিতে যোগদান করেন। আল-কুয়া আল-জাভিয়ার বিরুদ্ধে ২-১ গোলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে জয় পায় মুম্বই। এর সাথে সাথেই আরো একটি ইতিহাস গড়েন রাহুল ভেকে। প্রথম ভারতীয় হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোল করেন তিনি। মুম্বইয়ের সাথে তিন বছরে ৭৮ টি ম্যাচ খেলেন। তিনটি গোলও করেন ক্লাবের হয়ে। তিনি ক্লাবের সাফল্যের অন্যতম অংশ ছিলেন। ২০২২-২৩ মরশুমে আইএসএল লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০২৩-২৪ মরশুমে এই শিল্ড হাত ছাড়া হলেও মোহনবাগানকে হারিয়ে আইএসএল কাপ জয় করেছিল মুম্বই।
একই সাথে কেরালার ব্লাস্টার্স এফসি আক্রমণে নিজেদের অন্যতম প্রধান অস্ত্র ডায়ামান্টাকোস, লারা শর্মা এবং করনজিৎ সিংকে বিদায় জানালো। অপর দিকে নর্থইষ্ট ইউনাইটেড মনভীর সিং, গণি নিগম, গৌরব বোরা, হীরা মন্ডল, এবং রোচারজেলাকে ছেড়ে দেওয়া হয়েছে। গণি নিগম হাইল্যান্ডারদের জন্য ১১টি ম্যাচ খেলেছেন, নিগম প্রতি খেলায় গড়ে ১৬টি পাস এবং সাতটি সফল ড্রিবল করেছেন। গৌরব বোরা এই মরসুমে তার পাঁচটি ম্যাচে ১৯৩ মিনিট খেলেছেন। বোরা ছয়টি সফল ট্যাকল করেছেন। আটটি ডুয়েল জিতেছেন।