খেলা

অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরা, বিকল্পের খোঁজে বিসিসিআই

Bumrah is uncertain about the Champions Trophy if the incident does not happen, BCCI is looking for alternatives

Truth Of Bengal: আগামী মাসেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ট্রফিতে হয়তো ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না পেসার যশপ্রীত বুমরাকে। কান পাতলে বিসিসিআই-এর অন্দরে বুমরাকে ঘিরে এমনটাই খবর। সূত্রের খবর, চিকিৎসার জন্য বুমরাকে হয়তো বিদেশেও যেতে হতে পারে ভারতীয় পেসারকে। যদি তাই হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়াই দল গড়ার কথা ভাবতে হবে বোর্ড কর্তাদের।

প্রসঙ্গত, গত বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন হঠাৎই মাঠ ছাড়েন বুমরা। তারপর তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল। তবে ফিরে এসে আর সেই টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। এখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলছে ভারতীয় দল। সেই সিরিজে বুমরাকে ব্রিশ্রাম দেওয়া হয়েছে।

কিন্তু এরই মাঝে বিসিসিআই সূত্রে খবর, ২০২২ সালে চোটের পর যে নিউজিল্যান্ড চিকিৎসক তাঁর চিকিৎসা করেছিলেন তাঁর কাছেই এবারও  বুমরার চোটের সমস্ত রিপোর্ট নাকি পাঠানো হয়েছে চিকিৎসকের কাছে। এরপর তাঁর কাছ থেকে সবুজ সঙ্কেত পেলেই হয়তো নিউজিল্যান্ড উড়ে যাবেন বুমরা। এদিকে বুমরাকে নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন বোর্ডের কর্তারা। কেননা ভবিষ্যতের দিকে তাকিয়েই বুমরাকে নিয়ে এক কথায় ধীরে চলো নীতি গ্রহণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এদিকে বিশেষ সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের বোলিং লাইন আপে বুমরার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। সে দিক হয়তো কিছুটা হলেও পাল্লা ভারী রয়েছে হর্ষিত রানার। কেননা বাটলারদের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। নাকি অভিজ্ঞ সিরাজের নামের পাশেই শীলমোহর দেন দল নির্বাচকরা সেদিকে নজর থাকবে সবার।

Related Articles