খেলা

পদত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার

Brazil's legendary footballer Falcao has resigned

The Truth of Bengal: যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সান্তোস থেকে পদত্যাগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ফ্যালকাও। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই প্রাক্তন ফুটবলার সান্তোসে ক্রীড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তবে যে অভিযোগে পদ ছেড়েছেন, সেটি সঠিক নয় বলে দাবি করেছেন ফ্যালকাও। এ ঘটনায় ব্রাজিলের পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ৬৯ বছর বয়সী ফ্যালকাওয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী।

সান্তোসে ফ্যালকাও যে ভবনে থাকেন, ওই নারী সেখানে রেকসানিস্ট হিসেবে চাকরি করেন। সূত্রের খবর, ওই নারী তাঁর ডেস্কে থাকা অবস্থায় দুবার ফ্যালকাও হয়রানি করেছেন বলেই অভিযোগ।  সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ফ্যালকাও লিখেছেন, ‘সান্তোস এফসি সমর্থকদের প্রতি সম্মান রেখে তিনি ক্রীড়া সমন্বয়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলের ইন্টার নাসিওনাল এবং সাও পাওলো ছাড়াও ফ্যালকাও খেলেছেন ইতালির ক্লাব এএস রোমাতে।

‘কিং অব রোমা’খ্যাত এই কিংবদন্তি বলেন, সংবাদমাধ্যমেই অভিযোগের কথা প্রথম শুনেছেন, তার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করা।তাই যে অভিযোগ তোলা হয়েছে, সেটা তিনি সংবাদমাধ্যম থেকে শুনে হতভম্ব হয়েছেন, তিনি নিশ্চিত করছেন যে এমন কিছু কখনোই ঘটেনি। কিংবদন্তি পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসও  বিবৃতিতে ফ্যালকাওয়ের পদত্যাগের কথা নিশ্চিত করেছে। গত বছরের নভেম্বর থেকে এই দায়িত্বে ছিলেন তিনি।

 

Related Articles