খেলা

ফিফার কড়া শাস্তির মুখে ব্রাজিল!

Brazil vs. Argentina

The Truth of Bengal: ঠিক যেন যুদ্ধের ময়দান। হঠাৎই উত্তেজনা। সেই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছোয় যে মাঠে নামতে হয় পুলিশকে  ; পরিস্থিতি সামাল দিতে। ব্রাজিলের  বিপক্ষে ম্যাচ ছিল আর্জেন্টিনার। এই ম্যাচ ছিল বেশ ঘটনা বহুল । কারণ এই ম্যআচএর আগে ঝামেলায় জড়িয়ে পড়েন সমর্থকেরা । খেলা বন্ধ ছিল কিছু ক্ষণ । ‌মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি স্বয়ং। তার জেড়ে খেলা শুরু হতে ও সময় লাগে । বিশ্বকাপের এই  বাছাইপর্বের ম্যাচে বুধবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির দল আর্জেন্টিনা। কিন্তু তার আগে সমর্থকদের রণক্ষেত্র তৈরি হয় ।

এবার সেকারণেই ময়দানে নামলো ফিফা। দূই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে যেভাবে হাতাহাতি মারামারি হয়েছে সেখানে ফিফা থেকে ঘোষণা করা হয়েছে  তদন্ত হবে । অভিযোগ ছিল , লিওনেল মেসিদের  ম্যাচে গ্যালারিতে আর্জেন্তিনার সমর্থকদের ওপর মারধর করে ব্রাজিল পুলিশ। যদি তাই হয় তবে ব্রাজিল ফুটবল সংস্থাকে কড়া শাস্তিও দেওয়া হতে পারে বলে খবর। আর্থিক জরিমানা, পয়েন্ট কেটে নেওয়ার  হতে পারে । এখানেই শেষ নয়  কিছু ম্যাচ দর্শকশূন্য ও থাকতে পারে। কড়া শাস্তির মুখে পড়তে পারে  ব্রাজিল।

এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় যে ম্যাচ শেষে  মেসিদের কোচ  বলেন , আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার এনার্জি দারুন লেভেলে থাকবে । স্ক্যালোনির এমন কথা কিসের ইঙ্গিত দিচ্ছে তা অনেকেই অনুমান করতে পারে। যদিও এই ম্যাচে দারুন জয়ের পর মেসি যেন ক্ষোভ উগরে দেন। তিনি বলেন , “মারাকানায় দারুণ একটা জয় পেলাম। কিন্তু ব্রাজিলে গিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মার খাওয়ার আরও একটা ঘটনার জন্যেই এই ম্যাচটা মনে থাকবে। কোনও ভাবেই এটা মেনে নেওয়া যায় না। এখনই এ সব বন্ধ করা দরকার।’ এখন এটাই দেখার  তদন্তে ঠিক কী উঠে আসে !

Free Access

 

Related Articles