বিরাটের প্রতিবাদের পর নির্দেশিকা বদলের ভাবনা বোর্ডের : সূত্র
Board considering changing guidelines after Virat's protest: Source

Truth Of Bengal: বর্ডার-গাভাসকর ট্রফিতে ধরাশায়ী হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশ সফরে খেলোয়াড়দের পরিবারের ভ্রমণের ওপর নির্দেশিকা জারি করেছিল। বিসিসিআই-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ৪৫ দিনের বেশি বিদেশ সফর হলে ১৫ দিনের ক্রিকেটাররা তাঁদের পরিবারকে সঙ্গে থাকতে পারবেন।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি বোর্ডের এই নির্দেশর বিপক্ষে নিজের মত ব্যক্ত করেছিলেন। সংবাদসংস্থা সূত্রের খবর, তার রেশ কাটতে না কাটতেই এবার সেই নিয়মের ক্ষেত্রে কিছু শিথিলতা আনতে চলেছে বিসিসিআই।
সংবাদসংস্থা সূত্রে খবর, যদি বিদেশ সফরের সময় ক্রিকেটাররা তাঁদের পরিবারকে দীর্ঘ সময়ের জন্য নিয়ে যেতে চান, তাহলে বোর্ডের কাছে তাঁদের আবেদন করতে হবে। এবং বিসিসিআই তাদের ১০ দফা নির্দেশিকা অনুসারে ক্রিকেটারদের পরিবারের অনুমতি সীমিত করার কথা চিন্তা-ভাবনা করেছে। ইতিমধ্যে বিরাটের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব। তারপরই এমন চিন্তা-ভাবনা করেছে বিসিসিআই। তবে এখনও ক্রিকেটারদের পক্ষ থেকে আরও কোনও প্রতিক্রীয়া যায়নি।