খেলা

বাঙালি মেয়ে দাপট দেখালেন টেনিস কোর্টে

Bengali girl showed her strength on the tennis court

The Truth Of Bengal : স্বপ্ন , একদিন সানিয়া মির্জার মতো টেনিস তারকা হওয়া । ১৫ বছরের আকাঙ্ক্ষা ঘোষ সেদিকেই এগোচ্ছেন অনূর্ধ্ব ১৬ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে বাঙালি এই কন্যা। এখনো অনেক দূর পথে চলা বাকি আছে, দেশের জন্য সোনা জিততে চান। বেশ কয়েক বছর টেনিসে বাঙ্গালীদের সাফল্য সেভাবে ধরা যাচ্ছে না সেই জায়গায় যেন নতুন নাম নতুন হতে চলেছে আকাঙ্ক্ষার নাম। সিঙ্গেলসের ফাইনালে হারতে হয়েছিল। তবে তাতে কি তার স্বপ্নের উড়ান থেমে থাকে নি । এ বছর একেবারে চ্যাম্পিয়ন হওয়া মহারাষ্ট্রের অরুণ মুন্ডের সঙ্গে জুটি বেধেছিল আকাঙ্ক্ষা । বিপক্ষে ছিল হরিয়ানার প্রতিযোগিরা ‌। ফাইনাল সেটের লড়াইয়ে জিতে গিয়েছেন আকাঙ্ক্ষারা । তার টেনিস খেলা শুরু ছয় বছর বয়সে এখন বয়স ১৫ । এখনো বহু পথ চলা বাকি রয়েছে । বড় হয়ে হতে চান সানিয়া মির্জার মতো একজন টেনিস তারকা সেই স্বপ্নে ভর করেই স্বপ্নের উড়ানে উড়ে চলেছেন বাংলার আকাঙ্ক্ষা।

আকাঙ্খার কোচ শিবিকা তিনি গর্বিত ছাত্রীর এই পারফরম্যান্সে । তার বক্তব্য যখন আকাঙ্ক্ষা এসেছিল তখন কিছুই বুঝত না । কঠোর পরিশ্রম হার না মানা জেদ কে পাথেয় করে আজ এই সাফল্য পরবর্তীতে ও আরো বড় হোক বলে আকাঙ্খার কোচ জীবিকা জানিয়েছেন।

 

 

Related Articles