খেলা

টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলার মহিলা দল

Bengal women's team in T20 semi-finals

Truth Of Bengal: টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলার সিনিয়র মহিলা দল। মুম্বইয়ের মাটিতে কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশকে সাত উইকেটে হারাল বাংলার প্রমীলা বাহিনী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান সংগ্রহ করে মধ্যপ্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তিতাস সাঁধু, মিতা পালরা।

ব্যাট হাতে বাংলার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন তনুশ্রী সরকার। ধারা গুজ্জর করেন ২২ রান। বল হাতে ৩০ রানে দুই উইকেট নেন তিতাস সাঁধু। অন্য দিকে কোচবিহার ট্রফিতেও মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন বাংলার অনুর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেটাররা। বাংলার  ৫০২ রানের জবাবে ১৪৫ রানেই মুম্বইয়ের ইনিংস শেষ হলে বাংলা ফলো অন করায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বইয়ের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ১৬৭ রান। এখনও বাংলা এগিয়ে ১৯০ রানে।

Related Articles