
Truth Of Bengal: রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে হরিয়ানার কাছে ২৮৩ রানে হারল বাংলা। ম্যাচে আগাগোড়াই আধিপত্য বজায় রেখে তৃতীয় দিনের শেষেই জয় তুলে নিল হরিয়ানা। হরিয়ানার হয়ে বল দূরন্ত পারফরম্যান্স করলেন অনসুল কম্বোজের। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট ঝুলিতে পুড়লেন তিনি। অনসুলের মতো ব্যাট হাতে হরিয়ানার হয়ে বড় রানের ইনিংস উপহার দিলেন নিশাত সিন্ধু ও হিমাংশু রানা।
কল্যাণীতে আয়োজিত গ্রুপ পর্বের ম্যচে বাংলার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হরিয়ানার সংগ্রহ মাত্র ১৫৭ রান। হরিয়ানার হয়ে প্রথম ইনিংসে সর্বাধিক ৫৭ রান করেছিলেন অধিনায়ক অঙ্কিত রাজেশ কুমার। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার অল্প রানের সুযোগটা কাজে লাগাতে পারেনি লক্ষ্মীর দল। মাত্র ১২৫ রানেই গুটিয়ে যান অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলরা। বাংলার হয়ে বল হাতে দূরন্ত খেলেছিলেন সুরয সিন্ধু।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চেপে বসে বাংলার বোলারদের ওপর। ৩৩৬ রান করেন তারা। প্রথম ইনিংসে ৩২ রানে এগিয়ে থাকার সুবাদে জেতার জন্য বাংলার দরকার ছিল ৩০৪ রান। হাতে সময় ছিল দুই দিন। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না বাংলার ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠলেন অনসুল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অঞ্জু। দুজনেই ঝুলিতে পুড়লেন চারটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলা গুটিয়ে গেল মাত্র ৮৫ রানেই। বাংলার হয়ে সর্বাধিক ২৫ রান করে অপরাজিত থাকলেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। নবাগত অঙ্কিত করলেন ২১ রান। বাকিরা সবাই ব্যর্থ। ফলে ফল হওয়ার তাই হল।