খেলা
বড়দের ডার্বির আগেই ছোটদের ডার্বি জয় সবুজ-মেরুনের
Before the big derby, the kids' derby won the green-maroon

Truth Of Bengal : শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বড়দের ডার্বি ম্যাচ। আর সেই দিন দুপুরেই অনুষ্ঠিত ছোটদের ডার্বি ম্যাচে জয় তুলে নিল মোহনবাগান। খেলার ফল ২-১।
কল্যাণীর মাঠে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৫ রিলায়েন্স ফাউন্ডেসন লিগের ম্যাচে প্রথম গোল করে জয় ধরে রাখতে পারল না লাল-হলুদের ছোটরা। সবুজ-মেরুনের হয়ে জোড়া গোল করেন রাজদীপ পাল। তবে ইস্টবেঙ্গলের কাছে খেলায় সমতায় ফেরার সুযোগ ছিল, যদি না তারা পেনাল্টি মিস করত।
তবে অনুর্ধ্ব-১৫ বিভাগে ম্যাচ হারলেও অনুর্ধ্ব-১৭ বিভাগে পর পর দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শনিবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে ১-০ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের জোড়া গোল করেন শেখর সর্দার।