খেলা

বোর্ডের সভায় জয় শাহকে সংবর্ধনা দেবে বিসিসিআই

BCCI will welcome Jai Shah in the board meeting

Truth Of Bengal : আগামী রবিবার অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিশেষ সাধারণ সভা। সূত্রের খবর, সেই সভাতেই বিসিসিআই-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে আইসিসির সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান জয় শাহকে।

প্রসঙ্গত, আইসিসির চেয়ারম্যান পদে আসীন হওয়ার আগে জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে আসীন ছিলেন। এরপর গত আগস্ট মাসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। জয় শাহের আগে আইসিসির চেয়ারম্যান ছিলেন গ্রেগ বার্কলে। তিনি তৃতীয়বারের জন্য এই আসনে বসতে রাজি না হওয়াতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন জয় শাহ।

উল্লেখ্য, জয় শাহ ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে আসীন হলেও ২০২১ সালের জানুয়ারি মাস থেকে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।

আগামী রবিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, সেই সভাতেই জয় শাহের পরবর্তী সচিব এবং কোষাধক্ষ্যর নাম ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে।

Related Articles