
Truth Of Bengal: বোলিং কোচ চেয়ে আবেদনপত্র প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শুক্রবার এই আবেদন প্রকাশ করা হয়েছে বিসিসিআই-র পক্ষ থেকে। তবে প্রধান দলের জন্য নয়। বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে স্পিন বোলিং কোচের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। আগ্রহী কোচেরা আগামী ১০ এপ্রিল বিকাল পাঁচটার মধ্যে আবদেন করতে পারেন।
ভবিষ্যতে ভারতীয় দলের স্পিন বোলার তৈরির জন্য বোর্ড কর্তারা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন। যেখানে পুরুষ ও মহিলা দুটো সিনিয়র দলই উপকৃত হবে। এদের পাশাপাশি উপকৃত হবে ভারতীয় এ দল, অনুর্ধ্ব-২৩, অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব ১৫ ভারতীয় দলও সুবিধা পাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই সম্বন্ধে প্রকাশিত বিবৃতিতে জানায়, স্পিন বোলিং কোচ সেন্টার অব এক্সিলেন্সের প্রধান কোচের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এর পাশাপাশি প্রতিভাববান বোলারদের পর্যবেক্ষণও করতে হবে তাঁকে।
এই পদে যাঁরা আবেদন করতে পারবেন তাঁদের কি যোগ্যতা লাগবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে এই পদের জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের প্রাক্তন জাতীয় খেলোয়াড় বা প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভারতীয় এ দল অথবা অনুর্ধ্ব-১৯, ভারতীয় মহিলা দল এবং আইপিএল-এ কোনও দলের সঙ্গে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিসিসিআই ও সিওই লেভেল ২ অথবা ৩ কোচ হওয়ার অভিজ্ঞতা থাকা জরুরি।