বিসিসিআই আর চুক্তিতে অভিনবত্ব , কোন গ্ৰেডে থাকছেন কোন খেলোয়াড়
BCCI and novelty in the contract, in which grade are the players

The Truth Of Bengal : ভারতীয় ক্রিকেট দলের যেন খারাপ সময় কাটছে না । একদিকে যেমন চোটের জন্য বাইরে রয়েছেন মহম্মদ শামি ও কে এল রাহুল । অপরদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা না শোনায় শাস্তি পেলেন দুই ক্রিকেটার । আর এই দুই ক্রিকেটার হলেন শ্রেয়াস আইয়ার ও কৃষাণ কৃষান । যদিও বা এই দুই ক্রিকেটারের অবাধ্যতার বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল ।
আর এরই এরই মধ্যে ২০২৪ – ২০২৫ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেন বিসিসিআই । যদিওবার এবারের এই তালিকায় রয়েছে একাধিক চমক । এর আগে যে সমস্ত ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পাইনি তাদের বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার সুযোগও থাকছে ।২০২৪ এর এই তালিকায় মোট তিরিশ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে । এবং এই তালিকায় ক্রিকেটারদের গ্রেট এ প্লাস , এ , বি, সি এই তালিকায় ভাগ করা হয়েছে ।
গ্রেড এ প্লাসের তালিকায় রয়েছেন মোট চারজন খেলোয়াড় । তারা হলেন রোহিত শর্মা , বিরাট কোহলি , যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা । এরপর গ্রেড এ তালিকায় ছয় জন খেলোয়াড় , আর তারা হলেন রবিচন্দ্র আশ্বিন , মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , লোকেশ রাহুল , শুভমান গিল , হার্দিক পান্ডিয়া । আর গ্রেড বি তে রয়েছেন পাঁচজন খেলোয়াড় ,তারা হলেন সূর্য কুমার যাদব , ঋষভ পান্থ , কুলদীপ যাদব , অক্ষয় প্যটেল , ষশস্বী জয়সওয়াল । আর তাছাড়াও সি ক্যাটাগরিতে রয়েছি পনেরো জন ক্রিকেটারদের নাম । আর তারা হলেন রিংকু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার । তবে গ্রেট সি তে নতুন করে জায়গা করতে চলেছে আরো দুই খেলোয়ার।আর তারা হলেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান ।
Free Access