খেলা

লিগ জয়ের আগে পদস্খলন চাইছেন না বাগান কোচ মোলিনা

Bagan coach Molina doesn't want to stumble before winning the league

Truth Of Bengal: চলতি আইএসএল-এ দুরন্ত পারফরম্যান্স করছে মোহনবাগান। ইতিমধ্যেই লিগ-শিল্ড খেতাব দ্বিতীয়বারের জন্য ঘরে তুলে নিয়ে নজির গড়েছে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবটি। শনিবার সবুজ-মেরুন ব্রিগেড আরও একটি ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির। ঘরের মাঠে আইএসএল-র উদ্বোধনী ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ছাংতে-মেহতাব সিংদের কাছে ড্র করেই ম্যাচ শেষ করতে হয়েছিল বাগানকে। সেইসব ঘটনা এখন অতীত। মোলিনার চোখে এখন শুধুই মুম্বই ম্যাচ।

এই ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগান হয়ত পাবে না মাঝমাঠের অন্যতম খেলোয়াড় সাহাল আব্দুল সামাদকে। পাশাপাশি কার্ড সমস্যার কারণে পাওয়া যাবে না বিদেশি জেসন কামিন্সকে। কাজেই এসব নিয়ে একদম ভাবতে চাননা বাগানের সফল কোচ। যাঁরা আছেন তাঁদের নিয়েই মুম্বই বধের লক্ষ্যে মাঠে নামতে চান মোলিনা।

মুম্বই বরাবরই বাগানের শক্ত গাঁট। কাজেই শিল্ড জয় করলেও সুপার সিক্সের আগে কোনওভাবেই বিপিন-ছাংতেদের বিপক্ষে ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছেন না তিনি। দলের খেলোয়াড়দেরও সেই বার্তাই দিয়েছেন মোলিনা। মুম্বই দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে। সেখানে মোহনবাগান রয়েছে এক নম্বরে। দুটি দলই খেলেছে ২২টি করে ম্যাচ। মুম্বইয়ের সংগ্রহ ৩২ পয়েন্ট। সেখানে মোহনবাগান এগিয়ে রয়েছে ২০ পয়েন্টের ব্যবধানে। তবুও মাথায় রাখতে চান না মোলিনা। তাঁর একটাই লক্ষ্য মুম্বই ম্যাচেও জয় ধরে রাখা।

কেননা মোহনবাগান এরপর তাদের শেষ ম্যাচ খেলবে এফসি গোয়ার বিপক্ষে। আগামী যুবভারতীতে এই ম্যাচে মাঠে নামবেন শুভাশিসরা। এই ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগান টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। সেই ধারাই বজায় রাখতে মরিয়া মোলিনা। সেমিফাইনালের আগে যাতে কোনওরকমভাবে দলের মনোবল নষ্ট না হয় তা কখনই চাইছেন না তিনি। তাই মুম্বইয়ের ঘরের মাঠে তাদের হারিয়ে সেই জয়ের ধারাই বজায় রাখতে মরিয়া বাগানের অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

Related Articles