খেলা

সব জল্পনার অবসানে ফের অধিনায়ক বাবর

At the end of all speculations, Babar is the captain again

The Truth Of Bengal : ঘরে বাইরে চাপে পড়ে এক প্রকার  অধিনায়কের পদ থেকে সরে যেতে বাধ্য হন বাবর। ফের তিনি ফিরলেন  স্বপদে। পিসিবির তরফ থেকে এক্সে পোষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তার ফেরার কথা। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক করা হলো তাকে।

সব জল্পনার অবসান। অবশেষে ফের অধিনায়কের পদে ফিরলেন বাবর আজম। গত বছর বিশ্বকাপে হারের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পিসিবির অন্দর। নানান পরিবর্তনের সাক্ষী ছিল পিসিবি সমর্থকেরাও। পিসিবির  তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বাবার আজমকে  সাদা বলের  ক্রিকেটে ফের অধিনায়ক করা হলো। তিনি সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। বাবরকে অধিনায়ক করার পর পিসিবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন বাবর আজম। সেই ভিডিও   পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  মাঝে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি তে অধিনায়ক করা হয়। কিন্তু তিনি  দায়িত্ব নেওয়ার পরেও দলের অবস্থান খুব একটা ভালো না হ্ওয়ায় এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা।

এর আগে  বিশ্বকাপের সেমিফাইনালে ও উঠতে পারেনি পাকিস্তান। এমন অবস্থায়  পদত্যাগ করেছিলেন  বাবর । বিশ্বকাপের পর ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে । সবাই  বাবর কেই দোষারোপ করছেন।  তার ক্যাপটেনসি পড়েছে প্রশ্নের মুখে। অবশেষে তিনি অবসর নিতে বাধ্য হন তবে এবার তাকেই তার পদেই ফিরিয়ে আনা হয়েছে। সদ্য  সমাপ্ত পাকিস্তান সুপার লিগে অধিনায়ক হিসেবে নজর কাড়তে পারেননি আফ্রিদি। তারপরেই বাবরকে ফিরিয়ে আনার তাৎপরতা শুরু হয়। নেপথ্যে ছিলেন চারজন নির্বাচক। গত বছর ওডিআই বিশ্বকাপে ভরাডুবির পর ঘরে বাইরে চাপে পড়ে এক প্রকার  অধিনায়কের পদ থেকে সরে যেতে বাধ্য হন বাবর। যদিও ফের তাকেই ফেরানো হলো  স্বপদে।

 

Related Articles