খেলা

এশিয়ান গেমসে জোড়া পদক ভারতের

Asian Games 2023

The Truth of Bengal: এশিয়ান গেমসে জয়জয়কার হচ্ছে ভারতের। গেমসের প্রথম দিন ছাড়া বাকি সব দিনই ভারত শুরু করেছে সোনা দিয়ে। এর ব্যাতিক্রম হলো না বৃহস্পতিবারেও। এইদিন পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতল ভারত। সরবজিৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমার জুটি দেশকে সোনা এনে দিলেন। শুধু তাই নয়, দলীয় ইভেন্ট ছাড়াও ব্যক্তিগত ইভেন্টের ভাইনালে প্রবেশ করলেন তারা। শুটিংয়ে এশিয়ান গেমসে একেবারে সিংহ হয়ে উঠেছে ভারত। এই ইভেন্টে ভারতের স্কোর ছিল ১৭৩৪। এক পয়েন্টের জন্য সোনা জিতেছে ভারত।

১ পয়েন্ট এর জন্য দ্বিতীয় হতে হল চিনকে। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেতে হল ভিয়েতনামকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চারটে সোনা আনলো ভারত। এছাড়াও চারটে রূপো আর পাঁচটা ব্রোঞ্জ এনেছে ভারত। এরপরেই ভারতের দ্বিতীয় সোনা আসে উশু থেকে। মণিপুরের রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি বিভাগে রূপো জেতেন। যদিও রোশিবিনার ম্যাচের শুরুতে এগিয়ে যায় তাঁর চিনা প্রতিপক্ষ ইউ শিয়াওয়ে। এদিকে দ্বিতীয় রাউন্ডে পাল্টা লড়াইয়ে ফেলেন রোশিবিনা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ম্যাচ জিতে চিনা প্রতিপক্ষ।

২০১৮ সালে রোশিবিনা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক যেতেন। এবারের জন্য সোনা লক্ষ্য থাকলেও রূপো হাতে আসে তার। রোশিবিনার রূপোর পর তাঁর কোচ কুলদীপ হান্ডু বলেন, তাঁরা আমরা সোনা আশা করেছিলাম। কিছুটা হতাশ হতে হলো তাদের। তবে যেভাবে লড়াই চলছে তাতে তারা খুশি। পরেরবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আরো অনেক ভালো করার জন্য লড়াই করবেন তাঁরা। তাঁরা আশা করছেন উশুতে এটা প্রথম পদক এরপর আরও পদক আসবে।

Free Access

Related Articles