টেস্ট ক্রিকেটে মাইলস্টোন ছোঁয়ার দিনই ছিটকে গেলেন অশ্বিন, রাজকোট টেস্ট খেলতে পারবেন না তিনি
Ashwin will not be able to play the Rajkot Test

The Truth Of Bengal : ইংল্যান্ডের বিপক্ষ এই সিরিজে টিম ইন্ডিয়া বেশকিছু সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাগুলো নিয়ে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। তার মধ্যে নতুন সমস্যা রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। তিনি রাজকোট টেস্ট খেলতে পারবেন না। তবে এক্ষেত্রে আর অশ্বিনের চোট আঘাত নয়। পারিবারিক সমস্যার জন্যই দল ছাড়লেন অশ্বিন। ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই বিরাট কোহলি, এদিকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। দলে রয়েছেন বেশ কয়েকজন নতুন খেলোয়াড়। তার মাঝে অশ্বিনের এভাবে সরে যাওয়াটা টিম ইন্ডিয়ার জন্য গভীর সংকটের বলেই মনে করা হচ্ছে।
এই টেস্টের দ্বিতীয় দিনে ৫০০ টেস্ট উইকেট করে মাইলস্টোন ছুয়েছেন। শুক্রবার রাতেই হঠাৎ বিসিসিআই এর তরফ থেকে এক্সে পোস্ট করে বলা হয়েছে রাজকোট টেস্টে তাকে আর পাওয়া যাবে না। তার ৫০০ উইকেটের জন্য তাকে নিয়ে আপ্লুত ক্রিকেট দুনিয়া। সেই সুখবর এর মাঝে তার ছিটকে যাওয়া বেশ চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। এদিকে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা এ বিষয়ে এক্সে কথা বলেছেন। তিনি জানিয়েছেন অশ্বিন মায়ের অসুস্থতার খবর পেয়েই রাজকোট থেকে তড়িঘড়ি তিনি ফিরে গিয়েছেন। একেবারে চেন্নাইয়ে গিয়েছেন। সেই সঙ্গে অশ্বিনের মায়ের আরোগ্য কামনা করেছেন তিনি।
তবে বিসিসিআইয়ের যে বিবৃতি সেখানে অশ্বিন কেন সরে গেলেন তা বলা হয়নি। শুক্লার এক্স বিবৃতির মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে তার নতুন মাইলস্টোন ছোঁয়ায় তিনি প্রশংসিত হয়েছেন সে কারণে তার সরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সকলেই। টেস্ট কেরিয়ারে তিনি ৫০০ উইকেট নিয়ে ফেললেন। ইংল্যান্ডে বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাঁর স্বপ্নপূরন হয়নি। তবে এবার রাজকোট টেস্টে তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এই টেস্টে তিনি নিজের ৯৮তম টেস্টে ইংল্যান্ডের খেলোয়াড় জাক ক্রলিকে আউট করেন। সঙ্গে মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন।
FREE ACCESS