খেলা

আর্সেনাল জয় পেলেও, ফের হার ম্যান সিটির

Arsenal win, but Man City lose again

Truth of Bengal: চেলসির সঙ্গে ড্রয়ের পরের ম্যাচেই জয়ের সরণীতে ফিরল আর্সেনাল। ঘরের মাঠে ৩-০ গোলের ব্যবধানে তারা হারাল নটিংহ্যাম ফরেস্টকে।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে প্রথম স্কোরশিটে নাম তুললেন বুকায়ো সাকা। তবে এরপর ম্যাচের প্রথমার্ধে আর দলই গোলের দেখা পায়নি।

এরপর ৫২ মিনিটে ফের আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান থমাস পার্টে। এবং ৮২ মিনিটে নটিংহ্যাম ফরেস্টের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন এথানা নাওয়ানেরি।

আর্সেনালের পাশাপাশি জয় পেল চেলসিও। ২-১ গোলের ব্যবধানে ব্লুজরা হারাল লেস্টার সিটিকে। চেলসির হয়ে স্কোরশিটে নাম তুললেন নিকোলাস জ্যাকসন ও এনজো ফার্নান্ডেজ।

এই দুই দল জয়ের মুখ দেখলেও, টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখল পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার টটেনহ্যামের কাছে ৪-০ গোলে হারের মুখ দেখতে হল আর্লিং হালান্ডদের। টটেনহ্যামের হয়ে জোড়া গোল করলেন জেমস মাডিসন। এবং বাকি দুটি গোল করেন পেড্রে পোরো ও ব্রেনান জনসন।

ম্যাচ জিতে তিন নম্বরেই থাকল চেলসি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে চার নম্বরে রইল আর্সেনাল। এবং ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সিটি রইল দু নম্বর স্থানে।

Related Articles