কোপা আমেরিকার আগে স্বস্তিতে আর্জেন্টিনা , গোলের বন্যা মেসিদের
Argentina in relief before the Copa America, Messi's flood of goals

The Truth Of Bengal: কোপা আমেরিকার আগে আবারো স্বস্তি গোটা আর্জেন্টিনা ফুটবল টিমে। কারণ এবার দাপটের সঙ্গে জয়লাভ করল মেসির আর্জেন্টিনা। মেসির পা থেকে এদিন জোড়া গোল এসেছে। মেসি গোল করিয়েছেন তার সতীর্থ মার্তিনেজকে দিয়েও । পেনাল্টি শট নেওয়ার সুযোগ যদি মেসি মার্টিনেজকে না করে দিতেন তাহলে মেসি এই ম্যাচে গোলের হ্যাটট্রিক করতেন। এই ম্যাচে মেসিদের পক্ষে গোল সংখ্যা দাঁড়ায় ৪ । বিপক্ষ টিম এক গোল করে।
🎥 ¡Qué golazo, capitán! 🔟⚽pic.twitter.com/C1quqc1NTR
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 15, 2024
অর্থাৎ ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-১ । কোপা আমেরিকার আগে নিঃসন্দেহে যা ভালো খবর গোটা আর্জেন্টিনা ফুটবল টিমের ক্ষেত্রে। মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচ থেকেই পজিশন ধরে রেখে আক্রমণ করে আর্জেন্টিনা। এই ম্যাচে প্রথমার্ধ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই যেন শুরু হয় দ্বিতীয়ার্ধ। বিপক্ষে টিমকে এদিন গোল করতেই দেয়নি আর্জেন্টিনার খেলোয়াড়রা। এই ম্যাচে আর্জেন্টিনা আধিপত্য রাখলেও আর্জেন্টিনার যে তৃতীয় গোল সেই গোল আসে মেসি মার্টিনেজের সমন্বয় থেকে। ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট সে সময় মেসির সহায়তায় এই গোলটি করে বসেন মার্টিনেজ।
৭৭ মিনিটে ফের মেসির জাদু। বা পায়ের অনবদ্য জাদুতে আরো এক গোলে এগিয়ে যায় মেসির টিম। বিপক্ষ টিম একটি গোল শোধ করলেও বাকি তিনটি গোল আর শোধ করে উঠতে পারে নি । কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে একুশে জুন কানাডার বিপক্ষে। আগে এই জয় স্বাভাবিকভাবে স্ক্যালোনির দলের আরো এনার্জি বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।