খেলা
Trending

আর্জেন্টিনার জন্য দরজা খুলল আমেরিকা

America opened the door for Argentina

The Truth Of Bengal: কিছু দিন আগে ইন্টার মায়ামির হয়ে হংকং একাদশের বিরুদ্ধে মেসির না খেলা প্রভাব ফেলেছিল  আর্জেন্টিনার ম্যাচের উপর। আর্জেন্টিনার সঙ্গে একের পর এক ম্যাচ বাতিল হয়। চিনের মাটিতে নাইজেরিয়া ও আইভোরি কোস্টের  বিপক্ষে ম্যাচ হ্ওয়ার কথা থাকলেও তা হয়নি। চিন বাতিল করে। জটিলতা তৈরি হয়েছিল।  আর সেই সুযোগ কাজে লাগায় আমেরিকা । জানা গিয়েছে , আমেরিকা দুটি ম্যাচ আয়োজন করতে চায় বলে জানিয়েছে আর্জেন্টিনা কে।

আগামী মাসে চিনের হাংঝৌতে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার । এমন অবস্থায় চিনের  তরফ থেকে  আর্জেন্টিনাকে বলা হয়েছিল ,  বর্তমান পরিস্থিতিতে,  ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নেই । যে কারণে, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।‌ কোপা আমেরিকার আগে দুটো প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় সিঁদুরে মেঘ দেখছিল আর্জেন্টিনা । কারণ আমেরিকার আগে এই ম্যাচ দুটো আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ছিল ।  এর মাঝে আর্জেন্টিনাও হাত গুটিয়ে বসে থাকে নি তারাও ম্যাচ আয়োজনের চেষ্টা করেছে । হান্ডু্রাস অপর ইকুয়েডরের বিপক্ষে।

আসলে চোট আঘাতে কাহিল ছিলেন মেসি ।   ইন্টার মায়ামির হয়ে বিশ্ব সফরে বেশিরভাগ ম্যাচেই মাঠে নামতে পারেননি মেসি  । ফলে  আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী হচ্ছেনা  দল গুলো । এক্ষেত্রে  আয়জকেরাই  অনিচ্ছার প্রকাশ করছিলেন  ।  কোপা আমেরিকার আগে চারটি  প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা।

 

 

FREE ACCESS

Related Articles