খেলা

যৌন হেনস্তার অভিযোগ উঠল এবার ভারোত্তোলন সংস্থার কর্তার বিরুদ্ধে

Allegations of sexual harassment were made against the head of the weightlifting organization

Truth Of Bengal: ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই তালিকায় নাম উঠল বিহারের ভারোত্তোলন সংস্থার এক কর্তার। সংবাদ সংস্থা সূত্রে খবর, এক মহিলা ভারোত্তোলক বিহার ভারোত্তোলক ফেডারেশনের ওই কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের আঙুল তুলেছেন।

ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগকারী ওই মহিলা ভারোত্তোলক অভিযোগ করেন, পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অন্য দিনের মত, সেদিনই তিনি অনুশীলন করছিলেন। ঠিক সেই সময় তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন হেনস্তা করার চেষ্টা করেন ওই কর্তা। কিন্তু এরপরই তাঁর উদ্দেশ্য ভাল না ঠেকায় তিনি কোনওক্রমে সেখান ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজের সম্মান রক্ষা করেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এরপর সেখান থেকে বেরিয়ে ওই মহিলা ভারোত্তোলক বিহার ফেডারেশনের ওই কর্তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। এবং ওই মহিলা ভারোত্তোলকের অভিযোগ পাওয়ার পরই ইতিমধ্যে ওই কর্তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ।

এই প্রসঙ্গে কঙ্করবাগ থানার এক অফিসার জানান, ওই মহিলা ভারোত্তোলকের অভিযোগের বয়ান আমরা রেকর্ড করে তদন্তও শুরু হয়েছে। তবে এখনও অবধি যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই কর্তাকে আমরা আটক বা গ্রেফতার করিনি।

প্রসঙ্গত, একটা সময় এই যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল ভারতীয় কুস্তি ফেডারেশেন প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। আন্দোলনের ঢেউ আচরে পড়েছিল রাজধানীর যন্তর-মন্তর পর্যন্ত। এই ঘটনা সামনে আসার পরই ব্রিজভূষণকে গ্রেফতার ও তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন ভারতের কুস্তিগীররা। এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সাক্ষি মালিক, ভিনেশ ফোগত, বজরং পুনিয়ার মতো স্বনামধন্য কুস্তিগীররা। এমনকি এই ঘটনার জয় গড়ায় বহুদূর পূর্যন্ত। শেষ পর্যন্ত এই আন্দোলনের জেরেই একপ্রকার কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ব্রিজভূষণ।

তবে ব্রিজভূষণ পদত্যাগ করলেও কুস্তিগীররা তাঁদের অভিযোগ থেকে এখনও অবধি সরে আসেননি। তাঁদের অভিযোগ, বর্তমান সভাপতি সঞ্জয় সিং হলেন প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের অত্যন্ত কাছের লোক। ফলে সঞ্জয় সিংকে একপ্রকার কুস্তি ফেডারেশনের সর্বোচ্চ পদে বসিয়ে পিছন থেকে ফেডারেশনকে নিয়ন্ত্রণ করছেন ব্রিজভূষণ স্বয়ং। তাই চুপচাপ বসে না থেকে এই গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনরত কুস্তিগীররা। তবে এখনও অবধি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে। এদিকে ব্রিভভূষণের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা এখনও বিচারাধীন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করছেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং।

Related Articles