অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে অলরাউন্ডার বিউ ওয়েবস্টার
All-rounder Beau Webster in Aussie camp ahead of Adelaide Test

Truth Of Bengal: পারথ টেস্ট অতীত হয়ে গেলেও সেই আতঙ্ক এখন তাড়া করে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। এমনিতেই বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট হেরে চাপে অজিরা। সেই সঙ্গে ভাবাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। পাশাপাশি দলের অন্দরের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রাক্তনীরা। তাই সব মিলিয়ে বেশ চাপে অজি শিবির।
এদিকে, সামনেই অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট। তার আগে দলে নেওয়া হয়েছে ৩০ বছরের অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁর সম্প্রতি নজরকাড়া সাফল্য রয়েছে। তবে জাতীয় দলে এর আগে তাঁর অন্তর্ভুক্তি হয়নি। তবে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ-র মধ্যে হওয়া বেসরকারি দু’টি টেস্টে খেলেছেন তিনি। অলরাউন্ড দক্ষতার জেরে নজরও কেড়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাসমানিয়ার ওয়েবস্টারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর শেফিল্ড শিল্ডে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়েবস্টার।
৩০ বছরের ওয়েবস্টার ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫২৯৭ রানের পাশাপাশি ১৪৮টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। পারথ টেস্টে মিচেল মার্শের বোলিং-ব্যাটিং সমালোচিত হয়েছে। পাশাপাশি প্রথম টেস্টে মার্শ চোটও পেয়েছেন। বিকল্প হিসাবেই দলে ওয়েবস্টারকে নেওয়া হয়েছে।