চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দেশের স্কোয়াড তৈরি
All countries' squads ready for Champions Trophy

Truth Of Bengal: আর মাত্র সপ্তাহখানেক। তারপরই শুরু হয়ে যাবে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। মঙ্গলবার ছিল এই টুর্নামেন্টের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। এক নজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দেশের চূড়ান্ত দল।
গ্রুপ এ-
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান- মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফকর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আগা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শা আফ্রিদি।
বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।
নিউজিল্যান্ড- মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ডেরিল মিচেল, উইল ও রুর্ক, গ্রেন ফিলিপস, রাচীন রবীন্দ্রা, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।
গ্রুপ বি-
অস্ট্রেলিয়া- স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশিস, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেনশার জনসন, মারনাশ লাবুসেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।
ইংল্যান্ড- জস বাটলার (অধিনায়ক), জোর্ফে আর্চার, গ্যাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রায়ডন কেয়ার্স, বেন ডুকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহেমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
দক্ষিণ আফ্রিকা-টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রাবাডা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, স্টিফেন স্টাবস, রেসি ফন ডার ডুসেন, করবিন বশ।
আফগানিস্তান- হাশমাতুল্লাহ শহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমুতুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহম্মদ নবী, রশিদ খান, নানগায়াল খারোতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।