পর পর দুই ম্যাচে হার, নাম না করে সতীর্থকে নিশানা ঋতুরাজের
After losing two consecutive matches, Rituraj targets teammates without naming them

Truth Of Bengal: আইপিএল-এর শুরুটা একেবারেই ভাল হয়নি ঋতুরাজ গায়কোয়াড় ও মহেন্দ্র সিং ধোনিদের দল চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেলেও, তার পরের দুটি ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। রবিবার রাহুল দ্রাবিড়ের দল রাজস্থানের কাছে হারের পরই দলের এক সতীর্থকে নাম না করে নিশানা করেছেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুরাজ জানান, ‘দলের ওপেনিং ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।’ উল্লেখ্য, আগের বছর চেন্নাই দলের হয়ে ওপেন করতেন ঋতুরাজ স্বয়ং। এবার আর সেটা হচ্ছে না। কারণ, ঋতুরাজের বদলে ওপেন করছেন রাহুল ত্রিপাঠি। যিনি এবারের আইপিএল-এ তিনটি ম্যাচ খেললেও সেইভাবে রান পাননি। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৩০ রান। চেন্নাই অধিনায়ক রবিবার ম্যাচ শেষে সেই কথাই ব-কলমে বুঝিয়ে দিলেন।
এই প্রসঙ্গে ঋতুরাজ বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামতেন অজিঙ্কা রাহানে। মিডল অর্ডারে থাকত অম্বাতি রায়ডু। কিন্তু এবার রাহানে দলে নেই। তাই আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম, এবারের আইপিএল-এর শুরু থেকেই আমি মিডল অর্ডারে ব্যাটিং করতে নামব। ম্যাচে যখন যে রকম পরিস্থিতি হবে, ঠিক সেইরকমভাবে খেলতে হবে। যেহেতু রাহুল ত্রিপাঠি ওপেন করছেন, তাই তাঁর ওপর আমরা ভরসা রেখেছিলাম। কিন্তু রাহুল সেই কাজে আমাদের ভরসা দিতে পারেনি।’
চেন্নাই অধিনায়ক আরও জানান, ‘রাহুল পর পর তিনটে ম্যাচে ব্যর্থ হওয়াতেই আমাকে শুরুর দিকেই ব্যাটিং করতে ক্রিজে যেতে হচ্ছে। আমারা আগে থেকেই ঠিক করেছিলাম, প্রতিটা ম্যাচে আমার মূল কাজই হবে ক্রিজে টিকে থাকা। অর্থ্যাৎ ইনিংস ধরে রাখা। কিন্তু সেটা একেবারেই হচ্ছে না। তার ফলেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের দলকে।’
ঋতুরাজের এমন মন্তব্য ব-কলমে যে রাহুল ত্রিপাঠিকেই নির্দেশ করছে সে কথা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে রবিবারের ম্যাচে চেন্নাই দলের হয়ে রান পেলেন না, নিউজিল্যান্ড ক্রিকেটার রাচীন রবীন্দ্রা-ও। কিন্তু আগের দুটি ম্যাচে রাচীন করায় তাঁকে নিয়ে আর সমালোচনা হয়নি। এবার দেখা চার নম্বর ম্যাচে চেন্নাই কী তাদের ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন আনবে, নাকি সেই রাহুল ত্রিপাঠির ওপরই ভরসা রাখবে। অবশ্য তা সময় হলেই বোঝা যাবে।