খেলা

অ্যারন ফিঞ্চের পর, রোহিতের সমর্থনে এবার ট্রাভিস হেড

After Aaron Finch, Travis Head supported by rohit sharma

Truth Of Bengal: আসন্ন অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার না থাকার সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে ফিঞ্চের মতো রোহিতের পাশেই নিজের সমর্থনের বার্তা দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড।

এই প্রসঙ্গে নিজের মত জানাতে গিয়ে হেড বলেন, রোহিত যে পরিস্থিতির কারণে ছুটি নিয়েছেন তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। রোহিতের মত একই পরিস্থিত যদি আমার হত, তাহলে আমিও ওঁর মতোই সিদ্ধান্ত নিতাম। কেননা, খেলোয়াড়দের অনেক স্বার্থত্যাগ করতে হয়। ফলে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষি থাকার ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারি না। ক্রিকেট আমাদের অনেক কিছুই দিয়েছে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবুও সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে। কাজেই আমার মনে হয় রোহিত যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি পূর্ণ সমর্থন করি। আশা করি রোহিত খুব শীঘ্রই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে যোগ দেবেন।

দ্বিতীয়বার বাবা হওয়ার পর রোহিত কবে অস্ট্রেলিয়া উড়ে যাবেন তা এখনও খোলসা করে কিছু বলেননি। এখন দেখা যাক কবে রোহিত অস্ট্রেলিয়ার বিমানে ওঠেন, তা সময়ই বলবে।

Related Articles