৩৪ বছর পর পাক ভূমে টেস্ট জয় ক্যারিবিয়ানদের
After 34 years, the Caribbean won the Test in Pakistan

Truth Of Bengal: একটা বা দুটো বছর নয়। দীর্ঘ ৩৪ বছর পর ফের পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে টেস্ট ম্যাচে জয় পেলেন ক্যারিবিয়ানরা। মুলতানে আয়োজিত দ্বিতীয় টেস্টে সান মাসুদ-বাবর আজমদের ১২০ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল ব্রেথওয়েট বাহিনী। তাঁদের জয়ের অন্যতম নায়কই বোলার জোমেল ওয়ারিকান। দুই ইনিংসে মোট ৯টি উইকেট ঝুলিতে পুড়লেন তিনি।
মুলতানে সান মাসুদের দলের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৩ রানেই অলডাউন হয়ে যান ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে তাঁদের হয়ে সর্বাধিক ৫৫ রান করেছিলেন মোতেই। এবং ৩৬ রান করেছিলেন জোমেল ওয়ারিকান। বাকি সব ক্যারিবিয়ান ব্যাটাররাই ব্যাট হাতে পাক বোলারদের মোকাবিলায় ব্যর্থ হয়েছিলেন।
কিন্তু প্রথম ইনিংসে ওয়েন্ট ইন্ডিজের করা অল্প রানের সুযোগকে কাজে লাগাতে পারলেন না সান মাসুদ-বাবর আজমরা। ১৫৪ রানেই গুটিয়ে গেল পাক বাহিনী। ক্যারিবয়ানদের হয়ে বল হাতে প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন ওয়ারিকান ও মোতেই। ওয়ারিকন ৪টি এবং মোতেই ৩টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে ব্রেথওয়েট ৫২, জাঙ্গো, ৩০ এবং তেভিন-র ৩৫ রানের সুবাদে ২৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ জিততে গেল পাকিস্তানের দরকার ছিল ২৫৪ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৫০ রানও তুলতে পারলেন না পাক ব্যাটাররা। বাণ্ডিল হয়ে গেলেন ১৩৩ রানেই। ক্যারিবিয়ানদের হয়ে দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নিলেন ওয়ারিকান। এই নিয়ে টেস্টে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচটি উইকেট ঝুলিতে তিনি।