পাকিস্থান ম্যাচ জিতলেও বিতর্কে জড়ালেন আফ্রিদি

The Truth Of Bengal: আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জয়লাভ করলেও বিতর্কে জড়ালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের খেলোয়াড় শাহীন আফ্রিদি জড়ালেন বিতর্কে। দুবার তিনি ঝামেলায় জড়ালেন তাও আবার সমর্থকদের সঙ্গে। এবং সেই ঝামেলায় জড়ানোর পর আফ্রিদিকে মেজাজ হারাতেও দেখা যায় আর এই দুটি ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। তীব্র সমালোচনার মুখে পড়েছেন আফ্রিদি। আফ্রিদিকে ওই সমর্থক ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলে মনে করা হচ্ছে।
ম্যাচের মাঝে আরেকটি ঘটনাও ঘটে ।দর্শক আসনে থাকা এক সমর্থক শাহীনকে দেখে কটুক্তি করেন এবং নিরাপত্তা রক্ষীরা এসে তখনই ওই সমর্থককে সরিয়েও নিয়ে যান। পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচ হলেও আফগানিস্তানের অনেক সমর্থক জাতীয় পতাকা নিয়ে হাজির ছিলেন গ্যালারিতে। আর তাদের মাঝখান থেকেই সমর্থক কটুক্তি করায় তা মেনে নেননি আফ্রিদি। তখনই ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।
রবিবারের ম্যাচ জিতে যায় পাকিস্তান আর তার ফলে সমতায় ফেরে পাকিস্তান টিম। শাহিন আফ্রিদিও এদেরকে নজির করেছেন। তিনি পাকিস্তানের সব ফরম্যাট মিলিয়ে ৩০০ টি উইকেট নেওয়ার নজিরও গড়েছেন।