বড় চমক দিল আফগানিস্তান ! নিউ জিল্যান্ডকে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় রশিদদের
Afghanistan gave a big surprise! Rashid started the T20 World Cup by defeating New Zealand

The Truth of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বড়সড় চমক দিল আফগানিস্তান। নিউ জিল্যান্ডকে হারিয়ে এবার নজির গড়ল রশিদ খানের দল। এদিনের ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ১৫৯ রান করে আফগানিস্তান। যদিও, এই রান তোলার মূল কারিগরের কৃতিত্ব দেওয়া হয় রহমানুল্লা গুরবাজকে। ৫৬ বলে ৮০ রানের অসাধারণ ইনিংশ খেলেন তিনি। প্রথম ইনিংশ শেষে টার্গেট দাঁড়ায় ১৬০ রানে। যদিও সেই টার্গেট পরিপূর্ণ করতে পারেনা নিউ জিল্যান্ড। ৭৫ রানে শেষ হয়ে যায় নিউ জিল্যান্ডের খেলা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রণংদেহী মূর্তিতে ময়দানে নামে রশিদ খানেরা। আফগানিস্তানের প্রধান শক্তি তাদের স্পিন বোলিং। কিন্তু শনিবার ব্যাটিং এবং পেস বোলিংয়েও বিপক্ষকে চাপে রাখলেন গুরবাজ়, ফজ়লহক ফারুকিরা। এদিনের ম্যাচে টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় কেন উইলিয়ামসনের শিবির। তবে, তাদের যে সিদ্ধান্ত যে কার্যত ভুল, তা ম্যাচের সময় বাড়তে বাড়তে প্রমাণিত হল। ১৪.২ ওভার পর্যন্তও আফগানিস্তানের কোনও উইকেট ফেলতে পারেনি নিউ জিল্যান্ড।
১০৩ রানের জুটি গড়েন দুই আফগান ওপেনার। ইব্রাহিম ৪৪ রান করে আউট হন। তিন নম্বরে নেমে আজমতুল্লা ওমারজাই করেন ২২ রান। বাকি ব্যাটারেরা রান না পেলেও আফগানিস্তান ১৫৯ রান তুলে ফেলে। পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার মারেন গুরবাজ়। তিনি ৮০ রান করেন। তবে, আফগানিস্তানের অ্যাগ্রেসিভ বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেননি উইলিয়ামসন, মিচেলরা। আর সব মিলিয়ে, আফগানিস্তান যে ময়দানে নিজেদের দাপট বজায় রাখল তা বলাবাহুল্য।