স্টিম্যাচের ডাকা প্রস্তুতি শিবেরে নেই ৯ জন ফুটবলার, শিবেরে নেই ভারত অধিনায়ক্ও
9 footballers are not in the preparation camp called by Steamach

The Truth of Bengal: জুনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে সুনীল ছেত্রীরা।তার আগে ইগর স্টিম্যাচের তরফ থেকে ৪১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে দু দফায়। প্রথম দফার খেলোয়াড়দেরকে নিয়ে ভুবনেশ্বরে শুরু হয়েছে শিবির । সেই তালিকায় মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। তবে অনেক খেলোয়াড় যোগ দেননি ভুবনেশ্বরে শুরু হওয়া জাতীয় শিবিরের। যোগ দেননি জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীও । ভারত অধিনায়ক ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন ১৫ মে। সেদিন ই মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের খেলোয়াড়রাও যোগ দেবেন। জানা গিয়েছে কয়েকজন খেলোয়াড়ের চোট আঘাতের সমস্যার রয়েছে। সে কারণে তারা এখনই যোগ দিতে পারবেন না দলের সঙ্গে। মোট ৪১ জন ফুটবলারের মধ্যে যে ৯ জন যোগ দিচ্ছেন না শিবিরে। তাদের মধ্যে রয়েছেন , রোশন সিং, মহম্মদ ইয়াসির, ভিবিন মোহানন, রাহুল কেপি, আকাশ মিশ্র, দীপক টাংরি ও লালরিনজুয়ালা।
বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের। জাতীয় দলে মোট ৪১ জন খেলোয়ার থাকবে। ৬ জুন কলকাতায় কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলাররা। এর আগে আফগানিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় ফুটবল টিমকে । তার ফলে ফিফা ক্রম তালিকায় নিচের দিকে নেমে এসেছে ভারত। এদিকে ভারতীয় টিম কেন একের পর এক ম্যাচে হারছে সে নিয়ে এআইএফএফ-এর তরফ থেকে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে নানান রকম জবাবদিহি করতে হয়েছে ইগর স্টিম্যাকে । সে কারণে এবার জুনে আয়োজিত হতে চলা ম্যাচ কে পাখির যোগ করেছেন ইগর স্টিম্যাচ। ভারতীয় টিমকে ম্যাচ জেতাতে বদ্ধপরিকর তিনি সে কারণে জাতীয় শিবির শুরু করে খেলোয়াড়দেরকে এখন থেকেই প্রশিক্ষণ দিচ্ছেন ।